শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০১:৩৭ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যানজটের ঢাকা মুহূর্তেই ফাঁকা

প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের আগেই হঠাৎ করে যান চলাচল সীমিত হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন আশপাশের জেলার যাত্রীরা। সকাল থেকেই ঢাকামুখী আধিকাংশ রুটে গাড়ি গাড়ির সংখ্যা অন্যান্য দিনের চেয়ে অনেক কম।

রাজধানীতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সময়মত গণপরিবহন না পাওয়ার অভিযোগ করেছেন নগরবাসী।রোববার সকাল থেকেই ঢাকার রাস্তায় গণপরিবহনের সংখ্যা অনেক কম থাকার অভিযোগ করেছেন যাত্রীরা। কয়েক ঘণ্টা অপেক্ষা করেও বাস না পাওয়ায় সময়মত অফিস আদালতে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। অনেকে হেঁটে গন্তব্য স্থলে রওয়ানা দেন। কখনও কখনও দু’একটি বাসের দেখা মিললে তাতে হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। বাসে উঠতে কেউ কেউ জীবনের ঝুঁকি নিচ্ছেন। হুড়োহুড়িতে আহতও হচ্ছেন।

যাত্রীরা বলেন, কোন গাড়ি রিক্সা পাওয়া যাচ্ছে না। দুই ঘণ্টার রাস্তা হেঁটে আসতে হচ্ছে। আরেক ভুক্তভোগী নাগরিক বলেন যাত্রাবাড়ী থেকে গুলিস্তান হেঁটে আসছেন। প্রায় সবাই জানিয়েছেন কোন গাড়ি পাওয়া যাচ্ছে না। চরম ভোগান্তির মধ্যে পড়েছেন তারা।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি কম থাকায় গুরুত্বপূর্ণ কাজেও রাজধানীতে আসতে পানেনি অনেকে। ঢাকা-আরিচা মহাসড়কেও একই অবস্থা।

মানিকগঞ্জ থেকে ঢাকামুকী যাত্রীবাহী বাস চলাচল প্রায় বন্ধ। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, তাদের সমাবেশে যাওয়া ঠেকাতেই বন্ধ রাখা হয়েছে বাস চলাচল।

ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের বেশিরভাগ যানবাহনই রয়েছে টার্মিনালে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস না ছাড়ায় বেশি দুর্ভোগে পড়েছেন রোগীরা। এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে নাশকতা ঠেকাতে সড়কে কড়া নজরদারি রয়েছে পুলিশ।

সময় টিভি/ ইনডিপেনডেন্ট টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়