শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০১:০০ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হলো চীন ফিনল্যান্ড-রেল যোগাযোগ

মরিয়ম চম্পা : শুরু হলো চীন ও ফিনল্যান্ডের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার প্রথমবারের মতো ফিনল্যান্ড থেকে একটি কাঠবোঝাই মালবাহী ট্রেন চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রায় ৯১১ কিলোমিটার পথ পাড়ি দিবে এই ট্রেনটি।

ট্রেনটির কন্টেইনারের সংখ্য ৪১। দক্ষিণ-পূর্ব ফিনল্যান্ডের কোভোলা থেকে কাজাখস্থান ও রাশিয়া হয়ে ১৭ দিন পর চায়নার রাজধানী বেইজিংয়ে ট্রেনটি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

কোভোলা-বেইজিং রেলওয়ে জংশনের সাথে যুক্ত হয়ে নরডিক দেশগুলোর সাথে নতুন করে সখ্যতা গড়তে যাচ্ছে চীন। এটি কাজাখস্থান রেলওয়ে ও বেইজিং ইন্টারন্যাশনাল ট্রেড এবং লজিস্টিক পার্ক-কোভোলা ইনোভেশন লিমিটেডের যৌথ আয়োজনে পরিচালিত হচ্ছে।

আগামী এক সপ্তাহের মধ্যে এই সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। এই ট্রেনে করে ইলেকট্রনিক ডিভাইস, খুচরা যন্ত্রাংশ এবং কৃষিপণ্য বিশেষ করে ব্লুবেরি ও স্যালমনসহ একাধিন পণ্য চীন থেকে নর্ডিক দেশগুলোতে রপ্তানী করা হবে।

ফিনল্যান্ডের বিচার মন্ত্রী এ্যন্টি হ্যাক্কানেন বলেন, কোভোলা ও চীনের মধ্যে নতুন রেল যোগাযোগ শুরু হওয়ায় আমি খুবই খুশি। এটি ডিজিটালাইজেশন, অটোমেশন এবং টেকসই উন্নয়নে প্রতিযোগিয়মান বিশ্বের সাথে পণ্য সরবরাহ ও পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চায়না ডেইলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়