শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগর থেকে ২৩ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার : সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগর থেকে মুক্তিপণের দাবিতে ২৩ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যু বড় ভাই বাহিনী। অপহৃত জেলেদের ১৭ জন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চাকলা ও ছয়জন বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা।

রোববার বিকেলে দুবলা ফিসারমেন গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৩ জন জেলেকে অপহরণ করা হয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

র‌্যাব-৬ এর আপরেশন অফিসার জাহিদ হাসান জানান, দুবলার চর এলাকা থেকে বনদস্যু বড়ভাই বাহিনীর সদস্যরা শনিবার ২০ জেলেকে অপহরণ করেছে। তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালাচ্ছে বনদস্যুরা। বিষয়টি জানার পর র‌্যাব তাদের উদ্ধারের জন্য কাজ শুরু করেছে।

সুন্দরবনের দুবলা ফিসারমেন গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ জানান, সুন্দরবনের দুবলাচরের আলোরকোলের শুঁটকি পল্লীতে অবস্থান করা জেলেরা শুক্রবার রাতে বঙ্গোপসাগরের ৬ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলে মাছ ধরছিলেন।

এ সময় বনদস্যু বাহিনী বড় ভাই ও রফিক বাহিনীর সদস্যরা সেখানে হামলা চালিয়ে ২৩ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়।

বনদস্যুরা এখন দু’টি মোবাইল ফোনের নম্বর থেকে দুবলা ফিশারমেন গ্রুপের নেতাদের কাছে অপহৃত জেলেদের জনপ্রতি দুই লাখ টাকা করে ৪৬ লাখ টাকা মুক্তিপণ চাচ্ছে।

দুটি বনদস্যু বাহিনীর হাতে ২৩ জেলে আপহরণের বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে সুন্দরবনের দুবলা ফিসারমেন গ্রুপ জানিয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, অপহরণের বিষয়টি জানা নেই। তবে দুবলা ফিসারমেন গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বনদস্যুদের দুটি মোবাইল ফোন নম্বর এসএমএস করে লোকেশন জানানোর অনুরোধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়