শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:৩০ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিয়ান সম্মেলনে যোগ দিতে গিয়ে ফিলিপাইন দূয়ো শুনলেন ট্রাম্প

লিহান লিমা : বিতর্কিত দক্ষিণ চীন সাগর ইস্যুতে ভিয়েতনামকে চীনের সঙ্গে মধ্যস্থতার প্রস্তাব দেয়ার পর রোববার বিকালে ফিলিপাইনের ম্যানিলায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর আগে জাপান, উত্তর কোরিয়া, চীন ও ভিয়েতনামে রাজকীয় সংবর্ধনা পেলেও ফিলিপাইনে দূয়ো শুনেছেন ট্রাম্প।
ট্রাম্প ম্যানিলায় আসার আগেই শত শত প্রতিবাদকারী ম্যানিলায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করে। এমনকি দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সম্মেলন-আসিয়ান সম্মেলন কেন্দ্রের সামনে তারা ‘ ট্রাম্প ধ্বংস হোক’, ‘ট্রাম্পকে নিষিদ্ধ কর’, ‘মার্কিন সাম্রাজ্যবাদ রোধ কর’ পোস্টার ও ব্যানার নিয়ে সেøাগান দিতে থাকে। বিক্ষোভে অংশ নেয়া ১৮ বছরের ছাত্রী অ্যালেক্স ড্যান্ডি বলেন, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী সরকারের প্রতিনিধি। আমরা জানি, তিনি এখানে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনৈতিক চুক্তি সম্পন্ন করার জন্য এসেছেন।’
এদিকে, ্রআসিয়ানের ৪০তম আয়োজনে যোগ দিতে ফিলিপাইনে নেমেই ট্রাম্প টুইটে বলেন, ‘ভিয়েতনামে একটি অসাধারণ দিন অতিবাহিত করার পর এইমাত্র ফিলিপাইনে অবতরণ করলাম।’ এই সফরে ট্রাম্প প্রথমবারের মত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সঙ্গে মুখোমুখি হবেন। ১৩ নভেম্বর এই দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

যদিও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই এই দুই নেতার মধ্যে কাঁদা ছোড়াছুড়ি হয়ে আসছে।
তবে মার্কিন কংগ্রেসের দুই রিপাবলিকান সিনেটর র‌্যান্ডি হাল্টগ্রেন ও জেমস ম্যাকগর্ভান ট্রাম্পকে দুর্তেতের সঙ্গে তার বৈঠককে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ‘এটি ফিলিপাইনের নেতাকে বিচার বর্হিভূত হত্যাকান্ড সম্পর্কে সচেতন করার একটি সুযোগ।’ উল্লেখ্য, ১৪ই নভেম্বর পর্যন্ত ফিলিপাইনে অবস্থান করবেন ট্রাম্প। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়