শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:২১ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি বদির দুর্নীতি মামলার অভিযোগ গঠন পেছাল

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের আওয়ামী দলীয় এমপি আবদুর রহমান বদির জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়নি।

সংসদ অধিবেশনের কথা উল্লেখ করে সময় আবেদন করায় আদালত ২০১৮ সালের ৭ জানুয়ারি পরবর্তী অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য্য করেন।

রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মো. রহুল আমিন এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. মুছা।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর নগরীর ডবলমুরিং থানায় সংসদ সদস্য বদির বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক-২ আবুল কালাম আজাদ। মামলার এজাহারে বদির বিরুদ্ধে ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা ১১ পয়সা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ এবং ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।

২০০৮ সালের ২৪ জুন আদালতে চার্জশিট দাখিল করে দুদক। ২৭ জুলাই অভিযোগপত্র আমলে নিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ।

এর মধ্যে ২০০৮ সালের ২০ আগস্ট বদির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি হওয়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। আট বছর পর চলতি বছরের ৩ জানুয়ারি হাইকোর্ট মামলার কার্যক্রম চালানোর আদেশ দিয়ে রুলের নিষ্পত্তি করেন। একইসঙ্গে আসামিকে ৩০ কার্যদিবসের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেন। গত ৫ মার্চ হাইকোর্টের আদেশের নথি চট্টগ্রামের বিচারিক আদালতে এসে পৌঁছলে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়