শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:৩১ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আসন থেকে না সরলে নির্বাচন হবে না : বিএনপি

কিরণ সেখ ও মাঈন উদ্দিন আরিফ : শেখ হাসিনা তার আসন থেকে সরে না গেলে কোন নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ জনসভায় দলটির নেতারা এ কথা বলেন।

জনসভায় সভাপতির বক্তব্যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ গণতন্ত্র হত্যাকারী, লুটেরা আওয়ামী লীগ ভোট, সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। এর জবাবও তাদের দিতে হবে। জনগণের আদালতে তাদের বিচার করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগকে জনগণের কাতারে নিয়ে দাঁড় করাতে হবে। আর শেখ হাসিনা তার আসন থেকে সরে না গিলে কোন নির্বাচন হবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের সভাবেশকে পন্ড করার জন্য গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। শেখ হাসিনা সরকার স্বৈরাচার। ২০১৮ আওয়ামী লীগের বিদায়ের সাল এবং বিএনপির বিজয়ের সাল বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার অধিনে বিএনপি নির্বাচনে যাবে না বলেও সাফ জানান মোশাররফ হোসেন।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ২৩ শর্তে আজকের এই জনসভা করতে দেয়া হয়েছে। এর মানে হলো, দেশে গণতন্ত্র নেই। তবে আগামীতে অনুমতি ছাড়া জনসভা করা হবে। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস করেছে। আজ চলছে, গুম ও খুন। তাই আজ দরকার গণতন্ত্র। আর এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে বিএনপি।
বিএনপির প্রভাবশালী আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির জনসর্থন আছে, সংগঠন নেই। আজকে জনসভা সেটাই প্রমাণ করেছে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচন করবেন। সেই নির্বাচন হবে না। হাসিনার অধিনে কোন নির্বাচন নয়- বলে সাফ জানান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আজ গণতন্ত্র হারিয়ে গেছে। আর এই গণতন্ত্র পূর্ণ উদ্ধারের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার নেতৃত্বে এ আন্দোলন ও সংগ্রাম আমরা চালিয়ে যাবো। জোয়ার উঠেছে। এই জোয়ার বন্ধ করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়