শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৭, ১১:২৬ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০১৭, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়নি : হানিফ

আব্দুম মুনিব, কুষ্টিয়া : প্রধান বিচারপ্রতিকে পদত্যাগে বাধ্য করে সরকার সবোর্চ্চ আদালতকে কুক্ষিগত করল বিএনপি নেতাদের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, প্রধান বিচারপতি যেভাবে চেয়েছেন সেভাবেই অবসরে গিয়েছেন।

 

এসময় নতুন করে বিচার বিভাগ নিয়ে নোংরামির রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানান হানিফ।

তিনি বলেন, এসকে সিনহা সিঙ্গাপুরে ক্যানসারের চিকিৎসা নিয়ে কানাডা গেছেন। এতে প্রমাণ হয় তিনি সত্যিই অসুস্থ। শুরু থেকেই তাকে সুস্থ দাবি করে বিএনপি মিথ্যাচার করে আসছিল।

রোববার দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

হানিফ বলেন, বিচার বিভাগকে কলুষিত করেছিল জিয়াউর রহমান। উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে অনেক বিচারপতিকে অপসারণ ও এজলাস থেকে সরিয়ে দিয়েছিলেন। আর আওয়ামী লীগ সব সময় বিচার বিভাগের ওপর শ্রদ্ধাশীল।
বিএনপির সমাবেশে বাধা দেয়া প্রশ্নে আওয়ামী লীগের এই নেতা বলেন, নিয়ম অনুযায়ী সমাবেশের জন্য বিএনপি অনুমতি চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি দিয়েছে। বাধা দেয়ার প্রশ্নই আসে না। এ নিয়েও অসুস্থ রাজনীতি করছে বিএনপি।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। সম্পাদনা: মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়