শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৭, ০৪:৫২ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৭, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে মাইক্রো চালককে মারধরের অভিযোগ, এএসআই প্রত্যাহার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাইক্রোবাস চালককে মারধরের অভিযোগ উঠেছে এক এএসআইয়ের বিরুদ্ধে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, ঘটনার পর শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশের এএসআই হেলালকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

সেই সঙ্গে মারধরের ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

আহত মোফাজ্জল হোসেন (২২) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি লস্কারা গ্রামের রওশন জামান বুদুর ছেলে। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোফাজ্জল বলেন, রাতে আমার মাইক্রোবাস নিয়ে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের এসআই নূর আলম, এসআই মোয়াজ্জেম হোসেন, এএসআই হেলালসহ পলিশের একটি দল বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় তারা গাড়ি দ্রুত গতিতে চালাতে বলে। তা না করায় এএসআই হেলাল আমাকে চড়-থাপ্পর মারে ও মারধর করে।

তিনি বলেন, পরে গাড়িটি নিয়ে রাণীশংকৈল শ্রমিক ইউনিয়ন গিয়ে শ্রমিক নেতাদের ঘটনাটি জানালে তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়।

ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ বলেন, মোফাজ্জলের ডান গালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়