শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৭, ০৭:০৬ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৭, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের প্রশ্নে ‘অপমানিত’ পুতিন!

বাঁধন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই অভিযোগকে ‘অযৌক্তিক’ অভিহিত করেছেন তিনি। ভিয়েতনামে অনুষ্ঠিত অ্যাপেক শীর্ষ সম্মেলনে আজ শনিবার তিনি এ কথা বলেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এ ঘটনায় অপমানিত বোধ করেছেন পুতিন।

বিবিসির খবরে বলা হয়েছে, চলমান এশিয়া সফরের অংশ হিসেবেই ভিয়েতনামে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ট্রাম্প। ওই সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্টও। সম্মেলনে দুই প্রেসিডেন্টের মধ্যে কিছুক্ষণ কথাবার্তাও হয়। সম্মেলনের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ‘অপমানিত’ বোধ করেছেন পুতিন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আপনারা অনেকবার জিজ্ঞেস করতে পারেন। কিন্তু তিনি বলেছেন, আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেননি।’ পরে রুশ প্রেসিডেন্টও সংবাদমাধ্যমকে বলেছেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ‘অযৌক্তিক’।

ট্রাম্প বলেন, সম্মেলনের ফাঁকে বার-তিনেক পুতিনের সঙ্গে কথা বলেন তিনি। ট্রাম্প আরও বলেন, ‘তিনি বলেছেন, হস্তক্ষেপ করেননি। আমি তাঁকে এ নিয়ে আবার জিজ্ঞাসা করি। তখনো তিনি বলেছেন যে হস্তক্ষেপ করেননি। আমি মনে করি এ ঘটনায় তিনি খুব অপমানিত হয়েছেন এবং এটি আমাদের দেশের জন্য মোটেই ভালো কিছু নয়।’ অবশ্য নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিজে বিশ্বাস করেন কি না, সেই প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি ট্রাম্প।

পরে রুশ প্রেসিডেন্ট পুতিনও সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি বলেন, ‘এটি উদ্ভট কল্পনা। অভ্যন্তরীণ রাজনৈতিক সংগ্রামের কারণেই মার্কিন নির্বাচনে রাশিয়ার তথাকথিত হস্তক্ষেপের কথা উঠেছে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওই রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তদন্ত করছে। এরই মধ্যে ট্রাম্পের সাবেক কয়েকজন সহযোগীর নাম উঠেছে। এর মধ্যে ট্রাম্পের প্রচার দলের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্টকে মুদ্রা পাচারের অভিযোগে গৃহবন্দী করা হয়েছে। সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়