শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৭, ০৪:১৯ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৭, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিদির রাজকীয় নৈপূণ্যে ঢাকার দুর্দান্ত জয়

এম এ রাশেদ:যেন আসলেন দেখলেন আর জয় করলেন! বলছি ‘বুমবুম’ শহীদ আফ্রিদির কথা। এবারের বিপিএল সিজন-ফাইভে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে গত বৃহস্পতিবার ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। এবারের বিপিএলের প্রথম পর্ব সিলেটে শুরু হয়েছিল ৪ নভেম্বর। ম্যাচটিতে এবারের আসরের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিপিএল সিজন-ফাইভে প্রথম খেলতে নামা স্বাগতিক সিলেট সিক্সার্সের কাছে নাস্তানাবুদ হয়। পরের ম্যাচে সাকিবের ঢাকা ডায়নামাইটস মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সের বিরুদ্ধে স্বস্তির জয় পায়। যদিও আফ্রিদি ওই ম্যাচ দুটি খেলেননি। আর শনিবার এবারের বিপিএলে ঢাকার তৃতীয় ও আফ্রিদির প্রথম ম্যাচেই একেবারে বাজিমাত করলেন আফ্রিদি। আফ্রিদি যেখান থেকে শুরু করলেন ঠিক ওখানে গিয়ে শেষ করলেন। প্রথমে সিলেট পর্বে টানা তিন ম্যাচে অজেয়দের মাত্র ১২ রানে নেন ৪ উইকেট নিয়ে বড় ধাক্কাটা দেন আফ্রিদি। তার সাথে উইন্ডিজ তারকা স্পিনার নারিন যোগ দেন সিলেটকে কম রানে আটকে দেওয়ার মিশনে। নারিন শিকার করেন মাত্র ১০ রান দিয়ে তিন উইকেট।
১০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকার মিরপুর স্টেডিয়ামে প্রায় হাজার পাঁচেক দর্শকদের ক্রিকেটের বিনোদনের খোরাকটা ভালোই পুষিয়ে দেন আফ্রিদি। এ হার্ডহিটার আউট হওয়ার আগে ব্যাটে রীতিমত ঝড় তুলেছেন। যেখানে তিনি বল খেলেছেন মাত্র ১৭টি। যাতে চারের সংখ্যা মাত্র একটি হলেও বিশাল ছক্কা ছিল পাঁচটি। আর ঢাকা ম্যাচটি জিতেছে পাওয়ার প্লে-এর পরেই। ৭.৫ ওভারে আট উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সাকিবের ঢাকা ডায়নামাইটস। ব্যাটে-বলে রাজকীয় নৈপূণ্যে ম্যাচ সেরা হন আফ্রিদি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়