শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৭, ০২:২০ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০১৭, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাজতন্ত্র সংবিধানে লেখা থাকলেই হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে : মেনন

রফিক আহমেদ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি তাঁর বক্তৃতায় বলেছেন, সমাজতন্ত্র সংবিধানে লেখা থাকলেই হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে। সেকারণে আমাদের সংবিধানের চার মূলনীতির ভিত্তি হলো সমাজতন্ত্র। আমাদের সংবিধানে লিখিত সমাজতন্ত্রকে বাস্তবে প্রয়োগ করতে হবে।

শনিবার সকাল ১০টায় বরিশাল জেলা কমিটির উদ্যোগে বরিশাল টাউন হল প্রাঙ্গণে রুশ বিপ্লবের শতবর্ষের কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় প্রচার সেলের সদস্য মোস্তফা আলমগীর রতন জানান।

ওয়ার্কার্স পার্টির পার্টির সভাপতি বলেন, মহান অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে শতবর্ষ আগে মানব সভ্যতার ইতিহাসে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা মানুষে মানুষের শোষণ বৈষম্যের অবসান ঘটিয়ে মানব মুক্তির পথ নির্ধারণ করেছিল। শোষণ বঞ্চনার বিরুদ্ধে সমাজতন্ত্র এখনও কার্যকর হাতিয়ার। আমাদের মহান ’৭১ এর মুক্তিযুদ্ধ ছিল তার প্রেরণা। সমাজতন্ত্র বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল পুঁজিবাদের বিরুদ্ধে। বাংলাদেশের জনগণের শোষণ মুক্তির পথকে প্রশস্ত করতে হবে। বরিশাল জেলা কমিটির সভাপতি কমরেড নজরুল হক নীলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য সুশান্ত দাস, কেন্দ্রীয় নেতা পাভেল ইসলাম ও আব্দুল খালেক প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন জেলা পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান এমপি। গণশিল্পী সংস্থার গণসঙ্গীতের মাধ্যমে সমাবেশের উদ্বোধন হয়। গণসঙ্গীত পরিচালনা করেন সংগঠনের সভাপতি শান্তিদাস ও সাধারণ সম্পাদক পান্থ। সমাবেশ শেষে লাল পতাকার একটা বর্ণাঢ্য র‌্যালি টাউন হল থেকে শুরু করে সদর রোড, ফজলুল হক এভিনিউ হয়ে প্রায় দুই কিলোমিটার ঘুরে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়