শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৭, ০১:৩৫ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০১৭, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন হয়রানির দায়ে মার্কিন সিনেট নির্বাচন থেকে বাদ যেতে পারেন রিপাবলিকান প্রার্থী

কামরুল আহসান : কিশোরীকে যৌন হয়রানির দায়ে যুক্তরাষ্ট্রের আলাবামার সিনেট নির্বাচন থেকে বাদ যেতে পারেন রিপাবলিকান প্রার্থী রয় মুর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আলাবামায় সিনেট নির্বাচন। নির্বাচনে প্রাথমিক প্রার্থী হিসেবে রিপাবলিকান দল থেকে নির্বাচিত হয়েছিলেন রয় মুর। যদিও তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-মনোনীত প্রার্থী ছিলেন না। ট্রাম্পের মনোনীত প্রার্থী ছিলেন লুথার স্ট্রেইজ। লুথারকে হারিয়েই সিনেট নির্বাচনের টিকিট পেয়েছিলেন মুর। নিজের মনোনীত প্রার্থী না হলেও ট্রাম্প তাকে অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু এখন পুরো রিপাপলিকান দলকে বিপদে ফেলে দিয়েছেন রয় মুর।

লেই করফম্যান নামের এক নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে বলেছেন, ১৯৭৯ সালে রয় মুর জোরপূর্বক তার শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। তখন তার বয়স ছিল ১৪, আর রয় মুরের বয়স ৩২। লেই বলেন, ‘আমি আমার মায়ের সঙ্গে কোর্টের বাইরে বসে ছিলাম। রয় মুর সেই কোর্টের সহকারি এটর্নি জেনারেল ছিলেন । মা আমাকে বসিয়ে রেখে একটি কাজে গেলে তিনি আমাকে একটি রুমে নিয়ে গিয়ে আমার শ্লীলতাহানির চেষ্টা করেন।’ মুর এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এ মেয়েকে আমি চিনিই না। আর মায়ের অনুমুতি ছাড়া আমি কোনোদিন কোনো বাচ্চা মেয়ের সাথে কথা বলিনি। সেখানে আমি কিশোরী একটি মেয়েকে নিয়ে একা কোথাও যাবো, এ অসম্ভব।’

ইতোমধ্যে এই অভিযোগের কারণে তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে খুব দ্রæত। অভিযোগ প্রমাণিত হলে রয় মুর তো বিপদে পড়বেনই, বিপদে পড়ে যাবে রিপাবলিকান দলও। এখনই দলের কিছু সদস্য তাকে অপসারণের দাবি তুলছেন। কারণ এত অল্প সময়ের মধ্যে অন্য প্রার্থী নিয়োগ করাও করা যাবে না। সিএনএন, এক্সিওস, দ্য ওয়াশিংটন পোস্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়