শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৭, ০১:১৫ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০১৭, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে জিএসটির হার কমানোয় ১৭৭টি পণ্যের দাম কমেছে

হিরন্ময় ভট্টাচার্য : গুয়াহাটি : ভারতে ১৭৭টি পণ্যের উপর পণ্য ও পরিষেবা কর- জিএসটির হার ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশ কমিয়ে আনল জিএসটি কাউন্সিল। এই সিদ্ধান্তের ফলে মাত্র ৫০টি পণ্যের ক্ষেত্রে জিএসটি হার থাকল ২৮ শতাংশ।
শুক্রবার আসামের গুয়াহাটিতে জিএসটি কাউন্সিলের বৈঠকের পর এই ঘোষণা করেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি।জিএসটির কাঠামোয় সর্বোচ্চ ২৮ শতাংশ করের আওতায় ছিল ২২৭টি পণ্য ছিল। এই সিদ্ধান্তের ফলে আমজনতা ও ব্যবসায়ীরা উপকৃত হবেন।
চলতি বছরের পয়লা জুলাই চালু হয় পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। চালু হওয়ার পর এই প্রথমবার এতবড় ছাড়ের ঘোষণা হল। জ্কিএসটি উন্সিলরের এই সিদ্ধান্তের ফলে বছরে ২০ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে।
সুশীল কুমার মোদি বলেন, “২৮ শতাংশ স্ল্যাবে ২২৭টি পণ্য রয়েছে। ফিটমেন্ট কমিটি সংখ্যাটা কমিয়ে এনে ৬২টি পণ্য রাখার সুপারিশ করে। কাউন্সিল তারপর আরও ১২টি পণ্য ওই স্ল্যাব থেকে বাদ দিয়েছে। এখন থেকে সব ধরনের চুইং গাম, চকোলেট, মুখের মেক আপের প্রসাধনী দ্রব্য, শেভিং ও আফটার শেভিং পণ্য, শ্যাম্পু, ডিওড্র্যান্ট, ওয়াশিং পাউডার ডিটারজেন্ট, গ্রানাইট ও মার্বেলের উপর ১৮ শতাংশ কর বসবে।”
তিনি বলেন, “সবাই সর্বসম্মত ছিল যে ২৮ শতাংশ স্ল্যাবে শুধুমাত্র হার্মফুল পণ্য থাকা উচিত। তাই আজকে কাউন্সিল সর্বোচ্চ স্ল্যাব ২৮ শতাংশে ৫০টি পণ্যকে রাখার ঐহিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। বাকি পণ্যগুলিতে করের হার ১৮ শতাংশে কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ পেইন্টস, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনারের মতো বিলাসবহুল সামগ্রী ২৮ শতাংশ কর তালিকায় থাকবে।”
তিনি বলেন, “জিএসটি কাউন্সিলের আজকের সিদ্ধান্তে রাজস্বের উপরে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার প্রভাব ফেলবে।” তিনি আরও বলেন, “ধীরে ধীরে ২৮ শতাংশ স্ল্যাবটি ১৮ শতাংশে নামিয়ে আনার ব্যাপারে ঐকমত্য হওয়া গেছে। তবে যেহেতু রাজস্বের উপর বড় ধরনের প্রভাব পড়তে বাধ্য, তাই এটা বাস্তবায়িত করতে সময় লাগবে।”
  • সর্বশেষ
  • জনপ্রিয়