শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৭, ০৭:৫৮ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৭, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোমনায় তিন দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুল শিক্ষিকার

মো: দেলোয়ার হোসেন, কুমিল্লা উত্তর প্রতিনিধি : কুমিল্লা হোমনা উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কিশোরী বালাধর (৫০) নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি।

নিখোঁজ স্কুল শিক্ষিকা কিশোরী বালাধর উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মৃত অনাথ সূত্রধরের মেয়ে। ব্যক্তিগত জীবনে তিনি চির কুমারী ছিলেন।

কিশোরী বালাধরের বোনের ছেলে নন্দন ধর বলেন, গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে হোমনা সদরের বাসা থেকে পার্শ্ববর্তী তিতাস নদীতে গোসল করার কথা বলে বের হন তিনি। এরপর সকাল সাড়ে দশটায় স্কুলে যাওয়ার সময় পার হয়ে গেলেও তিনি বাসায় ফিরে না আসায় আমরা নদীর ঘাটে যাই। নদীর ঘাটেও কেউ তার সন্ধান দিতে না পারায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে এ ব্যাপারে হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করি।

তিনি আরো জানান, শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত নদীতে জাল ফেলে এবং ডুবুরি দিয়েও অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। তাতেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

হোমনা থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী বলেন, শিক্ষিকা নিখোঁজের ঘটনায় শিক্ষিকার ভাই রবীন্দ্র ধর বাদী হয়ে বৃহস্পতিবার থানায় জিডি করেছেন। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়