শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৭, ০৪:০৬ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৭, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে হামলায় আহত সাংসদ কেয়া চৌধুরী হাসপাতালে

আশরাফ রাজু, সিলেট প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে একটি জনসভায় হট্টগোলের পর অাহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান রাসেল জানান।

তিনি বলেন, সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মিরপুরের বেদে পল্লীতে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর একটি অনুষ্ঠান ছিল।

সেখানে ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে’ সাংসদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়ার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে তিনি জানান।

ওই ঘটনার পর সাংসদ কেয়া চৌধুরী মিরপুর বাজারে একটি প্রতিবাদ সভা করেন। সেখানে তিনি বলেন, পূর্ব পরিকল্পানা অনুযায়ী ভাইস চেয়ারম্যান তারা মিয়ার লোকজন তার অনুষ্ঠানে হামলা চালিয়েছে।

সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি অনুষ্ঠান ছিল আমার। অনুষ্ঠান চলাকালে অস্ত্রশস্ত্র নিয়ে তারা মিয়ার লোকজন অতর্কিতভাবে হামলা চালায়।

হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার কথা বললেও তাদের নাম-পরিচয় জানাননি তিনি।

রাতে কেয়া চৌধুরীকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার ব্যক্তিগত সহকারী মামুন আহমেদ বলেন, ম্যাডাম বাহুবলের মিরপুরে একটি অনুষ্ঠান করছিলেন। সেখানে বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়ার নেতৃত্বে হামলায় ম্যাডাম আহত হন।

অভিযোগ অস্বীকার করে ভাইস চেয়ারম্যান তারা মিয়া বলেন, অনুষ্ঠান চলাকালে একটি ছেলে মোবাইলে ছবি ধারণ করছিল। এ সময় সংসদ সদস্যের লোকজন তার মোবাইল ফোন নিয়ে নেন। এ ঘটনায় উভয়পক্ষ উত্তেজিত হয়ে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, সাংসদ কেয়া চৌধুরীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার জ্ঞান আছে, তিনি আশঙ্কামুক্ত। সারাদিন বিভিন্ন প্রোগ্রাম করায় খাওয়া-দাওয়া ঠিকমতো না করায় হয়তো তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়