শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৭, ০৬:৪০ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৭, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে ফের গাড়ি হামলা, আহত তিন

বাঁধন : ফ্রান্সে একটি বিদ্যালয়ের বাইরে গাড়ি তুলে দিয়ে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। কর্মকর্তারা বলছেন, হামলাটি ‘ইচ্ছাকৃতভাবে’ করা হয়েছে। খবর মিরর এবং সিএনএনের।

টোলুসের সেন্ট এক্সপারি বিদ্যালয়ের বাইরে ওই হামলার ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছে। স্থানীয় সময় আজ বিকেলে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ফ্রান্সের পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই হামলাকারীকে আটক করা হয়েছে। সে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

তারা বলছে, ওই হামলাকারী নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এমন ব্যক্তিদের তালিকায় ছিলেন না। তবে সে আগে থেকেই মাদক ব্যবসার মতো ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত ছিল।

পুলিশ আরো বলছে, হামলাকারী ব্যক্তির কোনো সন্ত্রাসী রেকর্ড নেই। তবে ওই ব্যক্তির মারাত্মক মানসিক সমস্যা রয়েছে। এজন্য তাকে চিকিৎসাও নিতে হয়েছে।ধারণা করা হচ্ছে, আহতদের মধ্যে দুইজন ছেলে এবং একজন মেয়ে রয়েছে। যাদের বয়স ২২ থেকে ২৩ এর মধ্যে। আহতরা সবাই চীনা বংশোদ্ভূত।আহত ওই তিন শিক্ষার্থী শহরের আইজিএস টেকনিক্যাল কলেজে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন।

কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, বিদ্যালয়ের বের হওয়ার রাস্তার কাছে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার পর তাদের টোলুসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গত সপ্তাহে ৪০ জনের চীনাদের একটি দল ফ্রান্সে হামলার শিকার হলে প্যারিসের প্রতি দেশটিতে অবস্থানরত চীনাদের নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানানো হয়। সূত্র : আরটিভি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়