শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৭, ০৫:৪২ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৭, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় প্রকাশ্যেই রাস্তার উপর লাখ টাকার জুয়ার আসর (ভিডিও)

নুরুল আমিন হাসান : রাজধানীর উত্তরায় রাস্তার উপর প্রকাশ্যেই জুয়ার আসর বসতে দেখা যায়। সন্ধ্যার পর থেকে সারারাত চলে এই জুয়ার আসর। আর রাতভরই আগত জুয়াড়ীদের গুণতে হয় লাখ লাখ টাকা। অপর দিকে থানা পুলিশকে ম্যানেজ করেই এই জুয়ার চালানো হচ্ছে বলে দাবি স্থানীয়দের। যার ফলে কেউ বাঁধা দিতে গেলেই হামলা পর্যন্তও করা হয়। এতে করে বাঁধা দেওয়া তো দূরের কথা কেউ কিছুই বলারও সাহস পান না।

উত্তরা ১ নম্বর সেক্টরের ০৮ নং সড়কের “উত্তরা ক্লাব” এর সামনের সড়কেই দীর্ঘ দুই মাস যাবত বাধাহীনভাবে চলে আসছে এ জুয়ার আসর।

উত্তরায় বসবাসরত অনেকেই আমাদের সময় ডটকমকে জানান, জুয়াড়ীদের রয়েছে ভাড়টে মাস্তান। ম্যানেজ করে রেখেছে থানা পুলিশ। অপর দিকে কল্যণ সমিতিকেও দেওয়া হচ্ছে মাসোহারা। ফলে জুয়ার আসরটি উত্তরাবাসীর কাছে ওপেন সিক্রেট। বাধা দিতে সাহসও পাচ্ছে না কেউ।

 

 

অত্র জুয়ার নিয়ন্ত্রণ করছে লুৎফর ও সাগর। আর আসরে আসা অধিকাংশই জুয়াড়ী হল ড্রাইভার (চালক)। এদের অধিকাংশ চালকই উত্তরা ক্লাবে কর্মরত রয়েছেন। আর জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে রাতভরই চলে গন্ডগোল ও মারামারি। যার ফলে বসবাসরত ছাত্র-ছাত্রীদের লেখা পড়াতে বিঘœ ঘটে। অপর দিকে ঠিকমত ঘুমাতেও পারছে না তারা। এতে ঘুমের অভাবে দিনদিন বদ মেজাজী (খিটখিটে) হয়ে উঠছে তারা।

অপরদিকে বিমানবন্দর থানা পুলিশ রক্ষকের ভূমিকায় ভক্ষকের কাজ করছে। রাতে কর্তব্যরত পুলিশের সামনে প্রকাশ্যে জুয়া খেলা চললেও কিছুই বলছেন না তারা। বরং গাড়ি প্রতি এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে পুলিশকে। তাছাড়া রাতে
কর্তব্যরত কল্যাণ সমিতির নিরাপত্তা কর্মীদেরও বাহিরের ঝামেলা এড়াতে দিতে হয় মাসোহারা। এসব তথ্যও জানান সেক্টরের বসবাসরত সচেতন জনগণ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জুয়াড়ী আমাদের সময় ডটকমকে জানান, জুয়া খেলায় বাঁধা না দেওয়ার জন্য বিমানবন্দর থানার পরিদর্শকদের নামে দেওয়া হয় ৯৬ হাজার টাকা। যা দিয়ে থাকেন বোর্ডের নিয়ন্ত্রণ কর্তা লুৎফর। আর বিমানবন্দর জোনের সহকারি কমিশনার (এসি) রুহুল আমিন সাগরের একই এলাকার ছেলে বোর্ড নিয়ন্ত্রণ কর্তা সাগর। তাই সাগরই মাসোহারার মাধ্যমে ম্যানেজ করে এসি’কে।

এদিকে জুয়ার বোর্ডের লুৎফর নামের এক পার্টনার আমাদের সময় ডটকমকে জানান, আমরা ড্রাইভার মানুষ তাই জুয়া খেলি। আর জুয়া খেলার তো কোন বৈধতা নেই। তাই পুলিশ দৌড়ানি দিলে উঠে যাই। পুলিশ চলে গেলে আবার বসি। আর এই ভাবেই জুয়া খেলা চালানো হচ্ছে।

এসব অভিযোগের বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আযম মিয়া আমাদের সময় ডটকমকে জুয়ার বিষয়ে কিছুই জানেন না বলে মুঠো ফোন লাইন কেটে দেন। অপর দিকে বিমানবন্দর জোনের সহকারি কমিশনার (এসি) রুহুল আমিন সাগর আমাদের সময় ডটকমকে জানন, উত্তরা ক্লাবের সামনে ড্রাইভাররা জুয়া খেলে বলে জানি। এখনই লোক পাঠিয়ে বন্ধের ব্যবস্থা করছি। পুলিশের মাসোহারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, থানায় টাকা দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। পরে খোঁজ নিয়ে জানাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়