শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ১০:১৪ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন- বাণিজ্য মন্ত্রী

অচিন্ত্য মজুমদার, ভোলা:বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে চাইলে অবশ্যই আগামী নির্বাচলে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী করতে হবে।

এসময় তিনি আরো বলেন, আমরা নির্বাচনে যে কথা দিয়েছিলাম তা রেখেছি। কিন্তু অন্য যারা কথার ফুল ছড়িয়েছে তারা কথা রাখেননি। ২০১৯ আমাদের ২৪ হাজার মেগাওয়াট বিদুৎ উৎপাদন হবে। তখন শতভাগ ঘরে বিদুৎ পৌছে দেয়া হবে। আর ১৯৯৬ সালে আমরা ৪ হাজার মেগাওয়াট বিদুৎ রেখে গিয়েছিলাম বিএনপি সেটা কমিয়ে ৩ হাজার মেগাওয়াট করেছিল।

আজ শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজী গ্রামের প্রায় ৬ কিলোমিটার এলাকায় বিদ্যুতের নতুল সংযোগের উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন। এর ফলে নতুন করে ৩১৭টি পরিবারে বিদ্যুৎ সংযোগের আয়োতায় এসেছে। এতে ব্যায় হয়েছে ৭৬ লক্ষ টাকা।

এতে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজুসহ অনান্য নেতৃবৃন্দ। সম্পাদনা: মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়