শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ০৯:৪৩ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে শিক্ষার্থীর আবেদন

কামরুল ইসলাম বাবু, রাউজান (চট্টগ্রাম): রাউজানে দলইনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থী সাহিসকতার সহিত নিজের বাল্য বিয়ে টেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছে।
গতকাল ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে উম্মে হাবিবা নামের শিক্ষার্থী ইউএনও’র কার্যালয়ে এসে এ আবেদন করেন।
আবেদনের উল্লেখ করেন তার বয়স ১৫ বছর ৮ মাস। তাকে বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা করে যেন দেশ ও জাতির সেবায় লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। এই শিক্ষার্থী গহিরা ইউনিয়রে দলইনগর গ্রামে বদিউর রহমানের বাড়ীর আবু বক্কর বাবুলের মেয়ে।
জানা যায়, এই শিক্ষার্থীর আবেদনটি হাতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা তাৎক্ষনিক গুরুত্বের সাথে নিয়ে তিনি স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেন বিষয়টি দেখে দ্রুত বিয়ে বন্ধের কার্যকর ব্যবস্থা নেয়ার।
ইউএনও এই নির্দেশ পেয়ে স্থানীয় চেয়ারম্যান নুরুল আবসার বাশি এই শিক্ষার্থীর অভিভাবকসহ সংশ্লিষ্টদের ডেকে এনে ইউএনও কার্যালয়ে জরুরী বৈঠকে বসেন। এই বৈঠক থেকে মেয়েটির ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া যাবে না বলে জানিয়ে দেয়া হয়। একই সাথে তাকে পড়া লেখা চালিয়ে যাওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিশ্চিত করাও নির্দেশ প্রদান করেন।
জানা যায় মা রাশেদা আকতার তার মেয়ের সাথে গহিরা মোবারকখীল এলাকার এক যুবকের আকদ দেয়ার কথা ছিল। সম্পাদনা: মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়