শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ০৯:৩৩ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএন‌পির জনসভা‌ নি‌য়ে নাটক চল‌ছে: খসরু

কিরণ সেখ: বিএন‌পির জনসভা‌ নি‌য়ে নাটক চল‌ছে বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার জাতীয় প্রেসক্লা‌বে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আ‌য়ো‌জিত এক শোক সভায় তি‌নি এ মন্তব্য ক‌রেন।
'সা‌বেক রাষ্ট্রপ‌তি আব্দুর রহমান বিশ্বা‌স এর স্মর‌ণে' এই  শোক সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ব‌লেন, নি‌র্বি‌ঘ্নে য‌দি ভোটা‌ধিকার প্র‌য়োগ না হলে বড় ধর‌নের প্র‌তি‌ক্রিয়া দেখা দি‌বে এবং ভয়াবহ সমস্য তৈরি হ‌বে। আর নির‌পেক্ষ নির্বাচ‌নের কোন মে‌সেজ দি‌তে হয় তাহ‌লে সরকারকে লে‌ভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজ কর‌তে হ‌বে।
রা‌ষ্ট্রের ‌তিনটি স্তম্ভ না থাক‌লে সাস‌টেইনেবেল ডে‌ভেলপ‌মেন্ট সম্ভব না মন্তব্য করে তিনি বলেন, রা‌ষ্ট্রের ‌ভি‌ত্তি যে তিন‌টি অ‌ঙ্গের ওপর তা ধ্বংস ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। যারা আজ‌কের আওয়ামী লীগ‌ কে এ অবস্থায় নি‌য়ে এ‌সে‌ছে তা‌দের রুপ আ‌স্তে আস্তে বে‌রি‌য়ে আস‌ছে। আজ‌কে এখান থে‌কে য‌দি স‌রে না আ‌সে সেটা খুব বা‌জে অবস্থার জন্ম দিবে।
‌বিএন‌পির এই নেতা ব‌লেন, আওয়ামী লীগ‌কে আজ‌কে এই  অবস্থায় পৌ‌ছে দি‌য়ে‌ছে যা এক‌টি রক্তক্ষয়ী সংর্ঘ‌ষের দি‌কে নি‌য়ে গে‌ছে। স্বাধীনতার প‌রে ওই প‌থে নি‌য়ে গি‌য়ে‌ছিল তা‌দের মুন্ডু দি‌তে হ‌য়ে‌ছে। ওই পথ বন্ধ হ‌য়ে গে‌ছি‌লো আজ‌কে আওয়ামী লীগ‌কে বল‌বো, গণত‌ন্ত্রের প‌থে আ‌সেন। ‌দে‌শের মা‌লিকানা দে‌শের মানু‌ষের কা‌ছে ফি‌রি‌য়ে দিন। রাজনী‌তি তো ক‌রি মানু‌ষের কা‌ছে সম্মানীত হওয়ার জন্য, নয়‌তো এই  মন্ত্রী এম‌পি হ‌য়ে কি লাভ?
সভায় জাতীয় পা‌র্টির (কাজী জাফর) প্রে‌সি‌ডিয়াম সদস্য আহসান হাবীব লিঙ্কন, ইয়ূথ ফোরা‌মের উপ‌দেষ্টা কৃ‌ষি‌বিদ মে‌হেদী হাসান পলাশ, ইয়ুথ ফোরা‌মের সভাপ‌তি মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আনিস/
  • সর্বশেষ
  • জনপ্রিয়