শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ০৯:১৬ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি দূষিত হচ্ছে কুয়েত, ইরান ও সৌদির দূষিত বাতাসে: নাসা

আশিস গুপ্ত ,নয়াদিল্লি: ভারতের রাজধানী দিল্লির দূষণ নিয়ে ভয়ঙ্কর খবর শোনালো নাসার বিজ্ঞানীরা। এতদিন ঐ দূষণ নিয়ে পাঞ্জাব এবং দিল্লির মুখ্যমন্ত্রীদের মধ্যে বাকযুদ্ধ বাঁধলেও পরিস্থিতির গভীরে যে কেউ যাননি তা বোঝা গেল। দিল্লির বিষবাতাস এবং ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি নিয়ে রীতিমত রাজনীতি শুরু হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহের মধ্যে। সমস্যার গভীরে না গিয়ে তাঁরা পরস্পরের ওপর দোষ চাপাতে ব্যস্ত ছিলেন। ফসল পুড়িয়ে ফেলার জন্যই প্রতিবেশী রাজ্য পাঞ্জাব, হরিয়ানা থেকে দূষণ দিল্লির আকাশ ঢেকে দিয়েছে বলে অভিযোগ ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর। যা এবার বিজ্ঞানীরা সরাসরি খারিজ করে দিলেন।

শুক্রবার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র বিজ্ঞানীরা পরীক্ষা–নিরীক্ষা করে দেখতে পেয়েছেন, কুয়েত, ইরান এবং সৌদি আরব থেকে দূষিত বাতাস বয়ে এসে জমা হয়েছে দিল্লিতে। যার ফলে এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে। নাজেহাল অবস্থা নাগরিকদের।

বিজ্ঞানীদের দাবি, এই বছর ধরে ভারতের বায়ুমন্ডলের ওপরের স্তরে শক্তিশালী বাতাস প্রবেশ করছে । মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে এই শক্তিশালী বাতাস প্রবেশ করে গোটা দিল্লিতে ধোঁয়াশা তৈরি করেছে।

তবে এই ক্ষেত্রেও বাদ যায়নি পাকিস্তানের নাম। পাকিস্তান থেকে এই শক্তিশালী বাতাস জলীয় পদার্থ নিয়ে ভারতে ঢুকে কুয়াশার আকার নেয়। আর বিভিন্ন দেশ থেকে আসা ধুলিকণা, দূষিত পদার্থ, জলীয় বাষ্প প্রবেশ করে এই সমস্যা তৈরি করেছে। তাই বেশি রাতের দিকে তাপামাত্রা বেড়ে যাওয়ায় আর্দ্রতাও বেড়ে যায়। আর এই কারণেই ধূসর–বাদামী ছায়ার মত পরিবেশে শহর আটকে পড়েছে। নাসার পক্ষ থেকে এই বায়বীয় সমস্যার কথা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে।বলা হয়েছে ,এবার বিশ্বের সর্বাধিক দূষণের শহর বেইজিংকে ছাড়িয়ে যাবে দিল্লি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়