শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ০৬:২৫ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওয়াজের কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি সাবেক প্রেমিকার

শ্রেয়সী ঘোষ, কলকাতা: শেষ হয়েও হলো না শেষ। নিজের আত্মজীবনীতে সাবেক প্রেমিকার কথা লিখেছিলেন। লিখেছিলেন সেই সময়কার অনুভূতির কথা। তা নিয়ে বেজায় বিক্ষোভের মুখে আত্মজীবনী প্রত্যাহারও করেছিলেন। কিন্তু নওয়াজউদ্দিন সিদ্দিকি সম্পর্কের ফাঁস থেকে মুক্তি পেলেন না। এবার তাঁর বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন তাঁর প্রাক্তন প্রেমিকা সুনীতা রাজওয়ার। চাইলেন ২ কোটি রুপি ক্ষতিপূরণ।

কী লিখেছিলেন নওয়াজ? জানিয়েছিলেন, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যখন তিনি অভিনয়ের পাঠ নিচ্ছিলেন, তখন আলাপ সুনীতার সঙ্গে। সম্পর্ক তৈরিও হয়। কিন্তু টেকে না। নওয়াজের শ্লেষ, সুনীতা বোধহয় একজন সফল, টাকা-পয়সাওয়ালা প্রেমিক চেয়েছিল। তখন প্রায় কাজহীন, চালচুলোহীন অভিনেতাকে নিজের প্রেমিক হিসেবে মানতে পারেননি। পরের কটাক্ষের কাঁটাটি ছিল আরও তীক্ষ্ণ, নওয়াজ লিখেছিলেন, একদা সম্পর্কের কথা স্বীকার করতেন না সুনীতা। কিন্তু পরে যখন নওয়াজ বিখ্যাত হলেন, তখন আবার সুনীতার মুখে এ সম্পর্কের কথা শোনা যেতে থাকে।

এই অপবাদেরই তীব্র প্রতিবাদ করেন সুনীতা। নেটদুনিয়ায় পোস্ট করে জানান, পুরোপুরি মিথ্যা বলছেন নওয়াজ। তাঁর পালটা দাবি ছিল, নওয়াজের তো তাও মাথা গোঁজার ঠাঁই ছিল। তার তো তাও ছিল না। তাহলে ধনী-গরিবের তত্ত্ব আসছে কোথা থেকে। আত্মজীবনীতে নিহারীকা সিংয়ের সঙ্গে পরকীয়ার কথাও গোপন করেননি নওয়াজ। ‘বানানো গপ্পো’ বলে তা অস্বীকার করেন অভিনেত্রী। প্রতিবাদ জানান। সমালোচনার মুখে পড়ে বই প্রত্যাহার করেন নওয়াজ। কিন্তু তাতেও ঝামেলা মিটল না। সম্প্রতি সুনীতা অভিনেতাকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন। দাবি করেছেন, নওয়াজের অভিযোগে তিনি মানসিক আঘাত পেয়েছেন। তাঁর স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়েছে, সমাজে সম্মানহানি হয়েছে। আর এর ক্ষতিপূরণস্বরূপ ২ কোটি টাকা দিতে হবে অভিনেতাকে।

সুনীতার দাবি অবশ্য আর একটি প্রশ্নও তুলেছে। তাহলে কি নওয়াজের অবস্থানই ঠিক ছিল? টাকার লোভেই এককালে নওয়াজকে প্রত্যাখান করেছিলেন সুনীতা? নয়তো এখন বই ফিরিয়ে নেওয়ার পরও কেন রুপির দাবি? এ প্রশ্ন আগেই আঁচ করেছিলেন সুনীতা। তাই জানিয়েছেন, অভিনেতা যদি রুপি দেন তো পুরোটাই কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়