শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ০৪:৫৪ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামে আদর্শ সমাজ ও দেশের চিত্র

মিযানুর রহমান জামীল : ইসলামে রয়েছে মানব জাতির শান্তি ও সফলতার নিশ্চয়তা। সু-শৃংখল জীবন পরিচালনাসহ ব্যক্তি সামাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে রয়েছে ইসলামের অসাধারণ দীপ্তিময়তা। যার ফোয়ারায় অবগাহন করে হৃদয়ে নৈতিকতার মশাল প্রজ্বলিত করা যায়। সর্বক্ষেত্রে ইসলাম শৃংখলা বজায়ের এক জলন্ত উদাহরণ। শান্তি সমৃদ্ধি ও মানবিক শিষ্টাচার গঠনসহ দুনিয়ার সকল জ্ঞান-বিজ্ঞানের সন্নিবেশ ঘটেছে ইসলামে। আধুনিকবিশ্ব যেখানে বার বার থমকে দাঁড়াতে বাধ্য হচ্ছে ইসলাম সেখানে সুন্দর ও সহজ সরল সমাধান দিয়ে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। এটাই ইসলামের শাশ্বত বিধান। সমকালীন দুনিয়ার মানব রচিত জীবনব্যবস্থার প্রমত্ত¡ আইনের দিকে দৃষ্টিপাত করলে যে বাস্তবতার চিত্র প্রস্ফুটিত হয় তার চেয়েও বেশি ইতিবাচক সহাবস্থানের সৃষ্টি হয় ইসলামী আদর্শের মাইলফলকে চোখ রাখলে। শুধু জীবনের একটি সময়ে নয় বরং সার্বিক দিকে ইসলামী আদর্শের গুরুত্ব অপরিসীম।

মাটির নিচ তথা পাতালপুরী থেকে শুরু করে উর্ধ্বগগন ছাড়িয়ে শান্তি ও কল্যাণ রক্ষার সংগ্রামসহ জীবনের সর্ব ক্ষেত্রেই বিস্তৃত আছে ইসলামের অনুপম আদর্শ। আর এ আদর্শের নমুনাগ্রন্থ হলো মহান আল-কোরআন। যার অনুসরণ ছাড়া দুনিয়ার মানুষ সম্পূর্ণ অচল। কারণ এ কোরআন এমন এক কিতাব যা নির্ভুল এবং তার ভার স্বয়ং আল্লাহই নিয়েছেন। এটাকে পৃথিবীর সকল আদর্শের রাজতোরন বা প্রাণ বলা হয়। কেউ যদি ধ্বংস বিনাশ বা পাপের চরমপর্যায় থেকে জীবন বদলিয়ে কোনো আলোকিত জীবনের সন্ধান লাভ করে তবে তা ইসলামের-ই অবদান। আর কেউ যদি সোনালী পথ থেকে বিচ্ছিন্ন হয়ে ভয়ংকর বক্রতার মধ্যে হারিয়ে যায় তবে তার জন্য পরিবেশ এবং ব্যক্তিগত প্রভৃতিই দায়ী। সর্বপরি তাকে সেখান থেকে তুলে আনার দায়িত্ব ইসলামের। কেননা ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যার মধ্যে কোনো স্বজনপ্রীতি মিথ্যা হানাহানি মারামারি কাটাকাটি খুন লুৎতরাজ নেই। সাধারণভাবে ঈমানের দাওয়াত ছাড়া ইসলাম নিজের ঘরে প্রবেশের জন্য কাউকে জোর দেয় না। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘দীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই।’

প্রত্যেকের উচিত ব্যক্তিগত জীবনে একক চেষ্টা কিংবা ব্যাপক প্রচেষ্টার মাধ্যমে হলেও ইসলামের আদর্শ গ্রহণ করা। এটা এমন এক আদর্শ যার পদ্বতলে পৃথিবীর সকল আদর্শ মাথানত করে। অথচ আজ ইসলামের ঘরোয়া আর্দশকে পুঁজি অনেকশ্রেণি স্বার্থমিশন পরিচালনা করে যা রীতিমত দুঃখজনক। পৃথিবীতে শান্তি আসার জন্য আদর্শবান মানুষের প্রয়োজন। এ ক্ষেত্রে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আল্লাহ আমাদের কবুল করুন।

লেখক : সহকারী সম্পাদক, মাসিক আর রাশাদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়