শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ০৩:৪৩ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিকাগোতে বিচার না করেই ফিরলেন ওবামা

পরাগ মাঝি : একটি বিচার কার্যে জুরির দায়িত্ব পালন করতে শিকাগোতে গিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় বুধবার সকালে কালো কোট আর টাইবিহীন সাদা শার্টে তাকে শিকাগো শহরতলীর একটি আদালত চত্বরে দেখা যায়। এ সময় নিরাপত্তারক্ষীরা তার সঙ্গে ছিলো।

জানা গেছে, শেষ পর্যন্ত বিচারকার্যে অংশ নেওয়ার প্রয়োজন হয়নি ওবামার। তিনি পোঁছার আগেই তার স্থলে অন্য এক বিচারক নিয়োগ করে কার্য সম্পাদন করা হয়। তবে, ওবামা আদালত চত্বরে পোঁছানোর পর উল্লেখযোগ্য সংখ্যক মানুষের ভীড় লক্ষ করা যায়। একটি ভিডিও চিত্রে দেখা যায়, ওবামা আদালতের একটি হলরুমে উপস্থিত বিচারক ও আইনজীবিদের সঙ্গে করমর্দন করছেন। অনেকের সঙ্গে তার নতুন প্রকাশিতব্য একটি বই নিয়েও কথা বলছিলেন। এছাড়া এ ধরণের বিচারকার্যে আদালতে উপস্থিত হওয়ায় নিয়মমাফিক ১৭ ডলার ২০ সেন্ট পারিশ্রমিক নেওয়ার জন্যও লাইনে দাঁড়ান তিনি।

শিকাগোর আদালতে বিচারকার্যের জন্য ডাক পাওয়াদের মধ্যে ওবামাই সবচেয়ে বড় পদাধিকারী ছিলেন। এর আগে ২০১৫ সাবেক প্রধানমন্ত্রী জর্জ ডবিøউ বুশও ডালাসের একটি আদালতে বিচারকার্যে অংশ নিয়েছিলেন। ২০০৩ সালে নিউইয়র্ক সিটির একটি বিচারে অংশ নিয়েছিলেন বিল ক্লিনটন।

তবে, শিকাগোতে বিখ্যাত ব্যাক্তিদের বিচারের জন্য আমন্ত্রণ এটাই প্রথম নয়। ২০০৪ সালে ওপরা উইনফ্রে একটি বিচারকার্যে অংশ নিয়েছিলেন। সেখানে একজনকে খুনের দায়ে দোষী সাব্যস্থ করেছিরো বিচারকরা। টাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়