শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ০৩:৩৩ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘৃণাজনিত অপরাধ ঠেকাতে ভেনিজুয়েলায় নতুন আইন

মুফুতি আবদুল্লাহ তামিম : ভেনিজুয়েলার জাতীয় সাংবিধানিক বিধানসভায় ঘৃণার বিরুদ্ধে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহনশীলতা জন্য বুধবার একটি আইন অনুমোদিত হয়েছে। আইন লঙ্ঘনকারীদের ২০ বছর পর্যন্ত কারাগারে কঠোর দÐ ভোগ করতে হবে।

রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো বলেন, ‘নতুন আইন ব্যাক্তিগত ও রাজনৈতিক হিসাবেও ঘৃণিত কথা ও বক্তব্য পরিহার করতে উদ্বুদ্ধ করবে।’
তিনি আরো বলেন, ‘এই আইন সরকারের বিরুদ্ধে জনসাধারণের বিক্ষোভকেও দমন করবে। সা¤প্রতিক সময়ে এক বিক্ষোভের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন যে তাতে প্রায় ১৩১ জন নিহত হয়েছে।’

প্রাক্তন প্রসিকিউটর জেনারেল লুইসা ওর্টেগা; যিনি এই বছরের প্রথম দিকে কলম্বিয়ায় পালিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়েছিলেন, তিনি বলেন, বিক্ষোভের সময় অন্তত ২৫ শতাংশ মৃত্যু নিরাপত্তা বাহিনী দ্বারা পরিচালিত হয়েছিলো। অন্য ৪০ শতাংশ দায়ী ছিল সশস্ত্র বেসামরিকদের জন্য। নতুন আইন অনুযায়ী এই অপরাধে পুলিশ ও সামরিক কর্মকর্তাদের জন্য ১০ বছরের কারাদÐের কথা উল্লেখ করা হয় এবং যারা সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপ্রীতিকর বার্তা প্রকাশ করে তাদেরকে এই আইনের আওতায় আনা হবে। আইন লঙ্ঘনকারী প্রচারমাধ্যমও বন্ধ করে দেওয়া হবে। আইন অনুযায়ী, রেডিও ও টেলিভিশনে যদি জাতিগত, ধর্মীয়, রাজনৈতিক বা অন্য কোন ধরনের ঘৃণাত্মক বার্তা সম্পচার করে তাহলে তাদের অপারেটিং লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। আনাতোলিয়া এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়