শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ০৩:১৬ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলফিন আর তিমির রক্তে রঞ্জিত ফ্যারো আইল্যান্ডের উপকূল

সজিব সরকার : ডলফিন ও তিমির রক্তে লাল হয়ে আছে নরওয়ে ও আইসল্যান্ডের মাঝামাঝিতে অবস্থিত ফ্যারো আইল্যান্ড। সাগর সংরক্ষণ সংগঠন ‘সি শেফার্ড গেøাবাল’র একদল স্বেচ্ছাসেবক এ ব্যাপারটি প্রথম অনুধাবন করেন।

এ দল থেকে ফক্স নিউজকে একটি বিবৃতিতে জানানো হয়, ডেনমার্কে ১০ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি ১০ সপ্তাহ ডলফিন ও তিমি শিকার করা বৈধ। এসব শিকারের উপর একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য ১৮ জন ব্রিটিশ ও ফরাসী নাগরিক অংশ নিয়েছে। সি শেফার্ড’র পরিচালক রব রিড বলেন, ‘ফ্যারো আইল্যান্ডে তিমি ও ডলফিনের উপর যে বর্বর হত্যাকান্ড চালানো হয় তা প্রকাশ করার জন্য আমরা এ দলটি পাঠিয়েছি।’

শিকারীরা বল্লম দিয়ে তাদের মেরুদন্ডে আঘাত করে শিকার করে বলেও জানান তিনি।

এবছর আটলান্টিক মহাসাগরে মোট ১৯৮টি ডলফিন ও ৪৩৬টি মৃত তিমির তথ্য প্রকাশ করে এ দলটি। এছাড়া গত বছরও একই এলাকায় ২০১৫ সালে যথাক্রমে ২৯৫ ও ৫০১টি পাইলট তিমির মৃতের ঘটনা ঘটেছিলো।

ফ্যারো আইল্যান্ড কতৃপক্ষের একটি বিবৃতিতে বলা হয়, ‘ফ্যারো দীপপুঞ্জে পাইলট তিমি শিকার করা অনেক আগে থেকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’ দি নিউইয়র্ক পোষ্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়