শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ০২:৩৮ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বড় সমস্যা তিস্তায় পানি না থাকা: পানি সম্পদমন্ত্রী

তানভীর আহমেদ: শুষ্ক মৌসুমে তিস্তায় পানি থাকে না যা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। পানি সংকট থেকে উদ্ধার পেতে হলে এ অঞ্চলের অন্যান্য সকল দেশের সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০' শীর্ষক এক সেমিনারে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত। এ পরিকল্পনা নিয়ে আমাদের সচেতনতা আরো বৃদ্ধি করা প্রয়োজন। বিশ্বের সবচেয়ে ব-দ্বীপ বাংলাদেশ, যার সঙ্গে বিশ্বের কারো তুলনা চলে না। দেশের ভবিষৎ নির্ভর করছে যথাযথ পানি ব্যবস্থাপনার ওপর। এখানে শুধু মাত্র ইউরোপ-আমেরিকার প্ল্যানের কৌশল প্রণয়ন করলে হবে না। এখনকার পরিস্থিতি মেনেই সবকিছু করতে হবে। পৃথিবীর কোথাও এতো বড় বড় নদী নেই। এখানে বর্ষা মৌসুমে প্রচুর অঞ্চল প্লাবিত হয় যার দরুন ব্যপক ক্ষয়-ক্ষতি হয়। আবার গ্রীষ্মকালে দেখা যায় খরা। উভয়মুখী সংকটের ফলে মান্ষু অপরিমেয় ক্ষতিগ্রস্ত হয়। এই পরিকল্পনা করার যাবতীয় সামর্থ এখন বাংলাদেশের আছে। কেউ ভাবেনি পদ্মাসেতু হবে, পারমাণবিক কেন্দ্র হবে। কিন্তু এসবকিছু এখন বাস্তব।

বিশেষ অতিথির বক্তব্যে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ব-দ্বীপ পরিকল্পনা বাংলাদেশের অন্যতম বৃহৎ পরিকল্পনা। এটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এ সকল সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে। শতবর্ষের পরিকল্পনা ষাট বছর পরে এসে শুরু হয়েছে।

এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন, বিআইআইএসএস এর চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ এবং মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমানসহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়