শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ১২:২৮ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় পরীক্ষা কেন্দ্রে প্রভাব বিস্তার করায় আ’লীগ নেতার কারাদন্ড

আব্দুম মুনিব, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে জোর পূর্বক কেন্দ্রে ঢোকার দায়ে রুহুল আলম বিশ্বাস নামের এক আওয়ামীলীগ নেতাকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রুহুল আলম বিশ্বাস মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক।
আজ বৃহস্পতিবার সকাল ১১ দিকে মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে থেকে তাকে আটক করে ভ্রাম্যামান আদালতের বিচারক এ কারাদন্ড প্রদান করেন। আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ।
মিরপুর থানার ওসি, (তদন্ত) আজিজুল হক জানান, সকালে পরীক্ষা চলাকালিন সময়ে রুহুল আলমের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এসময় বাধা দিলে পুলিশকে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করলে পুলিশ রুহুল আলমকে আটক করে। এসময় বাকী দু’জন পালিয়ে যায়। পরে রুহুল আলম বিশ্বাসকে ভ্রাম্যমান আদালতে নিয়ে যাওয়া হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যাম্যমান আদালতের বিচারক এসএম জামাল আহমেদ জানান, “পাবলিক পরীক্ষা সমূহ আইন ১৯৮০” তে পরীক্ষা কেন্দ্রে গোলযোগ সৃষ্টির অপরাধে রুহুল আলম বিশ্বাসকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি জানান, আদালতে নিজের অপরাধ শিকার করেছেন দন্ডপ্রাপ্ত আসামি। পরে দন্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়