শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ১২:১০ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের ‘মধুচন্দ্রিমায়’ হঠাৎ ব্যাঘাত কেন, প্রশ্ন রিজভীর

মাঈন উদ্দিন আরিফ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের মধুচন্দ্রিমায় হঠাৎ ব্যাঘাত কেন? তাদের (আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তো পাহাড়ের ওপর দিয়ে নৌকা চালান, তিনিই ভালো বলতে পারবেন কেন এমন হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। বর্তমান সরকারের তো কোনো ভিত্তি নেই। তারা বৈধ নয়। তাদের নৈতিক শক্তি থাকবে কীভাবে? সেখানে এমন ধরনের ঘটনা ঘটতেই পারে।

১২ নভেম্বর রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলটিকে ডিএমপি কমিশনার সমাবেশ করার নিশ্চয়তা দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন রিজভী।

তিনি বলেন, আগামী রোববার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনার আমাদের মৌখিকভাবে অনুমতি দিয়েছে। তাই আমরা আশা করছি তারা আমাদের শান্তিপূর্ণভাবে এই সমাবেশ করতে দেবে। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
গতকাল বিকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সমাবেশ প্রসঙ্গে রিজভী বলেন, সমাবেশের ব্যাপক প্রস্তুতি চলছে। বিভিন্ন অঙ্গ সংগঠন যৌথসভা করে প্রস্তুতি নিচ্ছে। জাসাস, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দলসহ সব সংগঠন প্রস্তুতি নিচ্ছে। সমাবেশ হবে আমরা নিশ্চিত। তবে লিখিত অনুমতি পাইনি। কিন্তু প্রশাসনের পক্ষে বলা হয়েছে তারা সমাবেশে সহযোগিতা করবেন।

দেশকে নিখোঁজের দেশে পরিণত করেছে ক্ষমতাসীন সরকার এমন মন্তব্য করে রিজভী বলেন, কে কখন গুম হবে নিখোঁজ হবে বলা যায় না। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজার, হাজারিবাগ থানা বিএনপির সদস্য সচিব আবদুল আজিজের সন্ধান মিলছে না। আসলে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই দায়বদ্ধতা নেই। তিনি অবিলম্বে নিখোঁজ নেতা আব্দুল আজিজের সন্ধান দাবি করেন।

সাবেক এ ছাত্র নেতা বলেন, নিম্ন আদালতকে রাজনৈতিক দলগুলোকে হয়রানির জন্য ব্যবহার করা হচ্ছে। দেশনেত্রীকে হয়রানি করা হচ্ছে। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়