শিরোনাম
◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০৩ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের হারিয়ে যাওয়ার সময়ের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে: রাশেদা কে চৌধূরী

সারোয়ার জাহান : জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজটের কারণে শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান সময় হারিয়ে যাওয়ার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।

বৃহস্পতিবার আরটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এ উপদেষ্টা বলেন, নির্দিষ্ট সময়ে শিক্ষাবর্ষ শেষ করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে হবে।

সেশনজটের যাঁতাকলে পড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার বছরের অনার্স কোর্স শেষ হতে সময় লেগে যাচ্ছে ছয় বছর। আর এক বছরের মাস্টার্স কোর্স শেষ হতে সময় লেগে যাচ্ছে দেড় থেকে দুই বছর।

একদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নির্দিষ্ট আসনের চেয়ে দেড় থেকে দুইগুণ বেশি শিক্ষার্থীর সংখ্যা। অন্যদিকে এসব কলেজে শ্রেণিকক্ষ ও শিক্ষকের অভাবে নির্ধারিত সময়ে ক্লাস, পরীক্ষা ও খাতা মূল্যায়ন করতে না পারায় সেশনজট বেড়েই চলেছে।

সেশনজটের পাশাপাশি আবার এসব সমস্যা। এক কথায় সীমাহীন সংকটে জর্জরিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো। আর শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান দুই থেকে তিনটি বছর।

শিক্ষায় গতি আনতে এবং শিক্ষার্থীদের চাকরির প্রতিযোগিতায় টিকিয়ে রাখার জন্য নিয়মিত শিক্ষাবর্ষ শেষ করার তাগিদ শিক্ষাবিদদের। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আরো সজাগ হওয়ার আহ্বান কর্তৃপক্ষের প্রতি তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়