শিরোনাম
◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ১২:৪৮ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে সংঘর্ষে তিনভাইসহ পাঁচজন খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় তিনভাইসহ পাঁচজন খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রামে এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন মিঠামইন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

নিহতরা হলেন- চারিগ্রাম এলাকার আব্দুল আজিজের তিন ছেলে ফারদিস (৫৫), মাখন (৪৮) ও মাসুম (৪৫), সুজন মিয়ার ছেলে রাজীব (৩২), আইয়ুব রেজার ছেলে মকবুল মিয়া (৩৩)।

ঢাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, চারিগ্রামের টাগুরিয়াপাড়ার সুলেমান ভুঁইয়ার সমর্থকদের সঙ্গে ভুঁইয়া হাঁটি এলাকার পল্লব ভুঁইয়ার সমর্থকদের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমি ও মাছের বিল নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক মামলাও আদালতে বিচারাধীন রয়েছে।

আজ দুপুর ১২টার দিকে সুলেমান ভুঁইয়ার আত্মীয় সুজন মিয়ার ছেলে রাজীব মিঠামইন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে নয়াহাটি এলাকায় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে বুকে বল্লমের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাজীবের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সুলেমান ভুঁইয়ার সমর্থকরা একত্রিত হয়ে প্রতিপক্ষ পল্লব ভুঁইয়ার এলাকার দিকে এগিয়ে যান। এ সময় পল্লবের সমর্থকরাও অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এ সময় আরো চারজন মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

নিহতদের মধ্যে তিনজন পল্লব ভুঁইয়ার সমর্থক। এঁরা হলেন তিন সহোদর ফারদিস, মাখন ও মাসুম। রাজীব (৩২) ও মকবুল মিয়া (৩৩) সুলেমান ভুঁইয়ার সমর্থক।

মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো যাবে। এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়