শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৭, ০৪:১২ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৭, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৯ জন পরীক্ষার্থী মেঘনা পাড়ি দিয়ে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে

সাইদা মুনীর : জীবনের ঝুঁকি নিয়ে চাঁদপুর জেলার হাইমচরের বিভিন্ন চরাঞ্চল থেকে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০৯ জন পরীক্ষার্থী বিশাল মেঘনা নদী পাড়ি দিয়ে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তা-ও নিজ খরচে। এর মধ্যে নীলকমল ইউনিয়নের ইশানবালা চরের এম জে এস বালিকা উচ্চবিদ্যালয় থেকে ১২০, মাঝেরচরের আদর্শ জুনিয়র উচ্চবিদ্যালয়ের ১৯, ৩৮ নম্বর চর কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ ও ৩৯ নম্বর নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৯ জন পরীক্ষার্থী রয়েছে। সূত্র : প্রথম আলো

উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর হোসেন জানান, এসব শিক্ষাপ্রতিষ্ঠান চরাঞ্চলে অবস্থিত। সেখানে কোনো কেন্দ্র না থাকায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নদী পার হয়ে হাইমচর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসে পরীক্ষা দিতে হচ্ছে।

এ ব্যাপারে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, চরাঞ্চলের এত শিক্ষার্থীর এ রকম ঝুঁকি নিয়ে হাইমচরে এসে পরীক্ষা দেওয়ার বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ভবিষ্যতে চরাঞ্চলে একটি কেন্দ্র দেওয়া যায় কি না, সে চেষ্টা করা হচ্ছে। ইউএনও আরও বলেন, এ বছর পিইসি পরীক্ষার বিষয়েও এই চরাঞ্চলে একটি কেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়