শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৭, ০৫:১০ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৭, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা কলকাতা মৈত্রী এক্সেপ্রেসের উদ্বোধন আজ

খুলনা প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এখন থেকে ট্রেনে চড়ে কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যে ভ্রমণ করতে পারবেন। আজ খুলনা-কলকাতা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনের শুভ উদ্বোধন হচ্ছে। একই সঙ্গে উদ্বোধন হচ্ছে ঢাকা-চট্টগ্রাম রেলপথের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘দ্বিতীয় ভৈরব রেল সেতু’ ও ঢাকা-কলকাতা ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের এন্ড টু এন্ড ইমিগ্রেশন এন্ড কাস্টম সুবিধাদি প্রবর্তন।

আজ বেলা ১১.৩০টায় দ্বিতীয় ভৈরব রেল সেতু এলাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পগুলোর উদ্বোধন করবেন। ভৈরব রেলওয়ে ব্রিজ এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকসহ রেলওয়ে ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চালুর। ওই অঞ্চলের মানুষকে ট্রেনে কলকাতা যেতে হলে ঢাকা থেকে ট্রেনে উঠতে হতো।

আজ আনুষ্ঠানিকভাবে এ পথে বন্ধন এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন হচ্ছে। একই দিন ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ইমিগ্রেশন এন্ড কাস্টম সংক্রান্ত যাবতীয় কাজ ঢাকার ক্যান্টনমেন্ট ও কলকাতার চিৎপুর রেলওয়ে স্টেশন থেকে করা হবে। ফলে ট্রেন যাত্রীদের গেদে ও দর্শনা রেলওয়ে স্টেশনে মালামাল নামিয়ে ইমিগ্রেশন এন্ড কাস্টম করতে হবে না। এতদিন মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে মালামাল নিয়ে ইমিগ্রেশন এন্ড কাস্টম করতে গেদে ও দর্শনায় প্রায় ৪ ঘণ্টা সময় লাগত। আজ থেকে এর অবসান ঘটবে। তাতে ১১ ঘণ্টার জায়গায় মাত্র ৭ ঘণ্টায় ঢাকা-কলকাতা পৌঁছবেন যাত্রীরা। দ্বিতীয় ভৈরব রেল সেতু উদ্বোধনের পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের সময় কমে আসবে প্রায় ৪৫ মিনিট। এ সেতু উদ্বোধনের পর একাধিক যাত্রীবাহী ট্রেন চালুসহ মালবাহী ট্রেন চালানো সম্ভব হবে।

রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেন জানান, যাত্রী চাহিদা পূরণসহ অল্প সময়ের মধ্যে ট্রেনে ভারতে ভ্রমণ করা যাবে। দ্বিতীয় ভৈরব রেলসেতু উদ্বোধন হলে এ রুটে যেমন নতুন ট্রেন চালানো সম্ভব হবে তেমনি যথাযথ গতিতে ট্রেনও চালানো যাবে। রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক সাংবাদিকদের জানান, ভারতের সঙ্গে বন্ধ হয়ে থাকা রেলপথগুলোর সবক’টি চালু করা হবে। আরও যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, মেঘনা নদীতে দ্বিতীয় ভৈরব রেলওয়ে সেতুর একপ্রান্ত কিশোরগঞ্জের ভৈরব, অন্যপ্রান্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। ভৈরবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৬ (ভৈরব) আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে অতিথি করা হলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অতিথি করা হয়নি। বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কালিকচ্ছ গ্রামে তার গ্রামের বাড়িতে শুধু একটি আমন্ত্রনপত্র পৌঁছে দেয়া হয়েছে।

এ নিয়ে তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। লিখিত বিবৃতিতে তিনি জানান, মেঘনা নদীতে দ্বিতীয় ভৈরব রেলওয়ে সেতুর বেশিরভাগই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সীমানায়। সেখানে ভৈরবের সংসদ সদস্যকে অতিথি করা হলেও তাকে দর্শক হিসেবে একটি কার্ড দেয়া হয়েছে। জাতীয় পার্টির সংসদ সদস্য হওয়ায় তাকে অমূল্যায়ন করা হয়েছে। এতে হতাশ ও ব্যথিত হয়েছেন তিনি।

দ্বিতীয় ভৈরব রেল সেতুর প্রকল্প পরিচালক ও রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) আবদুল হাই জানান, এ সেতুটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে যাত্রার সময় অনেকটা কমে আসবে। এদিকে সেতুটির উদ্বোধনের আগেই ৮, ৯ ও ১০ নং পিলারের বেস পিলারের সাপোর্টিং ওয়ালে ফাটল দেখা গেছে। তবে এ ফাটলে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন সেতুর প্রকল্প পরিচালক আবদুুল হাই। একই সময় ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীতে দ্বিতীয় রেলওয়ে সেতু উদ্বোধন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়