শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৭, ০৩:৩১ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৭, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের চাপে খুলনা যেনাে দিশেহারা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে সিলেট সিক্সার্স। ফলে, জিততে হলে খুলনা টাইটান্সকে করতে হবে ১৩৬ রান।জয়ের জন্য মনপ্রাণ উজার করে খেলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা টাইটান্স ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে রয়েছে।

এদিন সিলেটের পক্ষে উপুল থারাঙ্গা ২৬, দানুশকা গুনাথিলাকা ২৬, রস হোয়াইটলি ২৭ ও নাসির হোসেন ৪৭ রান করেছেন। খুলনা টাইটান্সের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ২টি, জফরা আর্চার ২টি ও শফিউল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।

সিলেট সিক্সার্স ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায়। শফিউল ইসলামের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন আন্দ্রে ফ্লেচার। ৪ রান করে ফিরে যান তিনি। দলীয় ২০ রানে জফরা আর্চারের বলে রিয়াদের হাতে ক্যাচ হন সাব্বির রহমান। ছয় বল খেলে শূন্য রান করেন তিনি।

এরপর দলীয় ৫১ রানে আরিফুল হকের হাতে ক্যাচ বানিয়ে উপুল থারাঙ্গাকে ফিরিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৪ বল খেলে ২৬ রান করেন তিনি। ইনিংসের ১২তম ওভারে দানুশকা গুনাথিলাকাকে সাজঘরে ফেরান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন গুনাথিলাকা। ১৯তম ওভারে জফরা আর্চারের বলে ছক্কা হাঁকাতে গিয়ে রিলি রুশোর হাতে ক্যাচ হন রস হোয়াইটলি। ২৩ বল খেলে ২৭ রান করেন তিনি। ইনিংস শেষে ৩৫ বল খেলে ৪৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নাসির হোসেন। তিন বল খেলে তিন রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়