শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৭, ০২:১৪ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৭, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে ৯০০ কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প

লিহান লিমা : এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার বিকেলে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ চীন পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও ফার্স্ট লেডি পিয়েং লিউয়ান বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

চীন সফরে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি সংকট নিয়ে শি’র সঙ্গে আলাপ করবেন ট্রাম্প। এছাড়া ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত বিষয়েও দু’দেশের মধ্যে আলোচনা হবে।

সফরের শুরুতেই ট্রাম্প-মেলানিয়া চীনের ফরবিডেন সিটির স¤্রাটদের ইম্পেরিয়াল প্যালেস পরিদর্শন করেন। এই সময় একসঙ্গে বসে চা পান করেন দুই নেতা। প্রাসাদে বসেই রাতের খাবার খান তারা। এই ফাঁকে ট্যাবে ট্রাম্প শি ও পেংকে নাতনী আরাবেলা কুশনারের মান্দারিয়ান গান ও চীনা কবিতার ভিডিও দেখান। ট্রাম্প নাতনির এই গুণে মুদ্ধ হয়ে প্রেসিডেন্ট শি আরাবেলার চীনা ভাষায় দক্ষতার প্রশংসা করেন এবং বলেন, সে এ+ পেয়েছে।

এরপর চীনের গ্রেট হল অব দ্য পিপল ভবনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রায় ২০টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। যার মোট আর্থিক মূল্য ৯০০ কোটি ডলার। তবে এই চুক্তিগুলো সম্পর্কে বিসন্তারিত জানানো হয় নি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রস এবং চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ইয়াং। ওয়াং ইয়াং এই চুক্তিগুলোকে বৃহস্পতিবার দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের আগের ‘উষ্ণতা’ বলে উল্লেখ করেন। বৃহস্পতিবার বড় আকারের আর্থিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে। যেগুলোর মধ্যে থাকবে প্রাকৃতিক গ্যাস ও সয়াবিন রপ্তানি।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি ২ হাজার ৬শ ৬০ কোটি ডলারেরও বেশি। চীন সফরে ট্রাম্প এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পিয়ংইয়ংয়ের ওপর চাপ প্রয়োগের চেষ্টা চালাবেন।

অন্যদিকে তিন দিনের চীন সফরে টুইটার প্রিয় ট্রাম্প এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করতে পারবেন কি না এই প্রসঙ্গে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, চীনে ফেসবুক, টুইটার নিষিদ্ধ কিন্তু বিদেশীদের জন্য নয়। তবে যদি এই নিয়ম পরিবর্তনও হয় প্রেসিডেন্ট চাইলে তাকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান থেকে যে কোন স্থান থেকেই টুইট করতে পারেন।

উল্লেখ্য, বেইজিং পৌঁছার আগে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য চীনের প্রতি আহবান জানিয়েছিলেন। চীন পৌঁছার আগেই ট্রাম্প প্রেসিডেন্ট শি জিন পিংয়ের প্রশংসা করে বলেন, রাজনৈতিক বিজয়ের পর আমি তার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। যদিও নির্বাচনি প্রচারণার শুরু থেকেই বাণিজ্যে অসমতা ও উত্তর কোরিয়াকে সমর্থন দেয়া নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছেন ট্রাম্প। গার্ডিয়ান, সিএনএন, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়