শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৭, ১২:১৮ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৭, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

আক্তারুজ্জামান: এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের মিশন জয় দিয়েই শেষ করেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা।
আজকের জয় নিয়ে এই আসরে দুটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। চারটি ম্যাচের একটিতে হার ও আরেকটি ড্র করে অনূর্ধ্ব-১৯। এই ম্যাচ দিয়েই বাছাই মিশন শেষ হলো মাহবুব হোসেন রক্সির দলের।
তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে আজ বুধবার দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে বাংলাদেশের যুবা ফুটবলারদের। ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় তারা। ১২ মিনিটে বিশ্বনাথ ঘোষ গোলের সুচনা করেন। ৩৩ থেকে ৪৫ মিনিটের মধ্যে এরপর আরো দুটি গোল করে। ডিফেন্ডার রিয়াদুল হাসানের পা থেকে আসে দ্বিতীয় গোল। এরপর বাকি দুইটা গোল আসে ৯ নম্বর জার্সিধারী মাহবুবুর রহমান সুফিলের কাছ থেকে। দুদলের কেউই দ্বিতীয়ার্ধে আর কোন গোলের দেখা পায়নি।
দুই জয়ের পরও গ্রুপ রানার্স আপ হতে নানা সমীকরণের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ। এবং তা হওয়ার সম্ভাবনাটাও কম। ১৬ দলের এই টুর্নামেন্টের মূল পর্বে বাছাইয়ের ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ৫ রানার্স আপ এবং আয়োজক দেশ অংশ নিতে পারবে। বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের সাথে গোলশূন্য ড্র করে। পরের ম্যাচে মালদ্বীপকে হারায় ১-০ গোলে। এরপর শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে আত্মঘাতী গোলে ১-০ তে হেরে যায়। -গোলডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়