শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ১১:৩২ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি

এম এ আহাদ শাহীন: বাংলাদেশে যে গণতন্ত্র নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনার মাধ্যমে তা আবার প্রমাণিত হলো বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মীর ফাওয়াজ হোসাইন শুভ বলেছেন, বাংলাদেশে যে একদলীয় শাসন চলছে এই হামলা আরেকবার প্রমাণ করলো।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে এটাও প্রমাণিত হলো বিএনপির অসম্ভব জনপ্রিয়তায় খালেদা জিয়াকে দেখে মানুষের ঢল নেমেছে এবং এই ঢলটি ছিলো সুশৃঙ্খল একটি ঢল।

এই প্রতিবেদককে দেওয়া বিশেষ এক সাক্ষাতকারে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মীর ফাওয়াজ হোসাইন শুভ এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় দিশেহারা হয়ে আওয়ামীলীগ এই হামলা করেছে মন্তব্য করে তরুণ এই রাজনীতিবিদ বলেন, এই হামলার মাধ্যমে আমরা মনে করি আওয়ামীলীগ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই আওয়ামীলীগের কোনো জনসমর্থন নেই, এরমাধ্যমে আওয়ামীলীগ আরও শেষ হয়েগেছে।

বিএনপিকে সবচেয়ে জনপ্রিয় দল উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, একটা সর্বোচ্চ দলের জনপ্রিয় নেত্রীর সুশৃঙ্খল গাড়ি বহরে যখন হামলা চালায় তখন বুঝতে হবে তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্তি হয়ে এ হামলা করেছে।

তিনি বলেন, খালেদা জিয়া কোনো জনসভা করতে যাননি। তিনি রোহিঙ্গাদের জন্য ত্রাণ দিতে গিয়েছিলেন। সেখানে পর্যন্ত হামলা চালিয়েছে। তার মানে বিএনপি কতটুকু জনপ্রিয় তাতেই প্রমাণিত হয়। আর এর মাধ্যমে আওয়ামীলীগের দেওলিয়াত্ব প্রমাণিত হয়েছে।

বিএনপি এখন নির্বাচন করার জন্য প্রস্তুত কিনা জানতে চাইলে ডা. শুভ বলেন, আমরা একটা নির্বাচন করার মতো সহায়ক সরকার চাই। আমরা শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবো না এবং আমরা শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতেও দেবো না। আমরা চাই সহায়ক সরকার। যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকার যদি নির্বাচন না দেয় সেই ক্ষেত্রে আওয়ামীলীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে কিনা জানতে চাইলে ছাত্র জীবনে ঢাকা মেডিকেল কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় থাকা এ নেতা বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন জনগণ হতে দিবে না। কারণ জনগণ শেখ হাসিনার সাথে নেই। এরপরেও শেখ হাসিনা যদি জোর করে কোনো নির্বাচন করতে চায় সেটা দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দিবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ তা মেনে নিবে। বাংলাদেশের জনগণ চরম ভাবে প্রত্যাখ্যান করবে শেখ হাসিনাকে।

সরকার তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকারের দাবি মেনে নিলে বিএনপি নির্বাচনে যাবে জানিয়ে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি অবশ্যই অবশ্যই নির্বাচনে যাবে তবে সেটা হবে সহায়ক সরকারের অধীনে। বেগম খালেদা জিয়া যে রূপ রেখা দিবেন সেই রূপরেখার অধীনে।

ইসির সঙ্গে বিএনপির সংলাপের বিষয়ে চট্টগ্রাম-৫ আসনে বিএনপির এই মনোনয়ন প্রার্থী বলেন, আমরা সংলাপে বিশ্বাস করি। আমরা এই অচল অবস্থার অবসান চাই। এখন যে অচল অবস্থা চলছে তার নিরসন চাচ্ছি।

ডা. শুভ বলেন, এইকারণেই আমাদের মহাসচিব বারবার বলেছেন সংলাপের কথা। কিন্তু সংলাপের কথা বলা মানেই যে আমাদের দুর্বলতা তা কিন্তু নয়। আমরা বরং দেশটাকে বাঁচাতে চাই। দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ চাই।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপির কর্মকান্ড নিয়ে প্রশংসা করায় সিইসির প্রতি বিএনপির আস্থা বেড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এটিকে সাধুবাদ জানাই। তিনি সত্যকে স্বীকার করেছেন কিন্তু সিইসি কতটুকু নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে সেটা সময়ে বলবে এবং তখনই আমরা ওনার মূল্যায়ন করবো বলে জানান বিএনপির কেন্দ্রীয় এ নেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়