শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:২৫ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্দান্ত সিলেটের সামনে সন্ধ্যায় মাঠে নামছে খুলনা

আক্তারুজ্জামান: আসরের প্রথম ম্যাচেই ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দেওয়াটা ছিল সিলেট সিক্সার্সের বিরাট চমক। প্রথমবার বিপিএল খেলতে নামা দলটার সেই চমক থামছে না কিছুতেই। দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে দলটি। টানা তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে সিলেট সিক্সার্স এখন সমীহ জাগানিয়া একটি দল। সেই সিলেটের সামনে আজ (বুধবার) সন্ধ্যায় প্রতিপক্ষ হয়ে মাঠে নামছে খুলনা টাইটান্স। সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। এবারের বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচ হতে যাচ্ছে এটি।
সিলেট পর্ব জয় দিয়ে বিপিএল শুরু করে সিলেট। খুলনাকে হারাতে পারলে টানা চার জয় হবে দলটির। এমন হলে সিলেটের দর্শকদের আনন্দের ষোলকলাও পূর্ণ হবে। সিলেটের ব্যানারে এর আগেও একটি দল খেলেছে। তবে সিলেট সিক্সার্স নামের ফ্র্যাঞ্চাইজিটির আত্মপ্রকাশ এই প্রথম।
বিপিএলের পঞ্চম আসরটি তাঁরায় ভরা। তবে সিলেট দলে সেই অর্থে বিদেশি বড় তারকা নেই। নাসির হোসেন, নুরুল হাসান, সাব্বির রহমানদের সঙ্গে পারফর্মার উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচাররা দলটাকে বড় কিছুর স্বপ্ন দেখাতে শুরু করেছেন। তাই তো ঢাকাকে ৯ উইকেটে হারানোর পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হারায় তারা। এরপর মঙ্গলবার রাজশাহীকে হারায় ৩৩ রানে।
মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্সের শুরুটা ভালো হয়নি মোটেও। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৫ রানের বড় হার দিয়ে আসর শুরু তাদের। সিলেটের কাছে হারলেও খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ায় ঢাকা। আগে ব্যাট করে ২০২ রান করেছিল সাকিব আল হাসানের দল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ ছিল খুলনা। সিলেটের বিপক্ষে ম্যাচটি তাই তাদের ঘুরে দাঁড়ানোর। পারবে কি তারা ঘুরে দাঁড়াতে? প্রতিপক্ষ সিলেট বলেই বোধ হয় কাজ এখন কঠিন তাদের জন্য। বিডিক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়