শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:২১ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাটরিনাকে অনস্ক্রিন চুম্বনে আপত্তি সালমান খানের

শ্রেয়সী ঘোষ, কলকাতা: সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের পাল্টে ফেলেছেন অজয় দেবগন, শাহরুখ খানরা। রুপোলি পর্দায় এখন গভীর চুম্বন আর ঘনিষ্ঠ দৃশ্যই যেন রোমান্টিসিজমকে বেশি করে অনুভব করায়। আর দর্শকদের সেই ভাবনার সঙ্গে সঙ্গতি রেখেই যেন নিজের ট্রেন্ড থেকে বেরিয়ে এসে ‘জব তক হ্যায় জান’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে চুম্বনে লিপ্ত হয়েছিলেন কিং খান। কিন্তু একের পর এক সুপারহিট ছবি উপহার দেওয়া সালমান খান নিজের ভাবমূর্তি থেকে সরতে নারাজ। তা সে যতই উল্টো দিকে পুরনো প্রেমিকা ক্যাটরিনাই থাকুন না কেন।

‘এক থা টাইগার’-এর ৫ বছর পর আলি আব্বাস জাফরের আপকামিং ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-তে ফের দেখা যাবে সালমন-ক্যাট কেমিস্ট্রি। ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে ছবির পোস্টার এবং থিম টিজার। আর মঙ্গলবারই সামনে এল ছবির ট্রেলার। বাস্তবের ঘটনাকেই রুপোলি পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে। যেখানে জঙ্গিদের বিরুদ্ধে লড়ছেন ভারত ও পাকিস্তানের গুপ্তচর সালমন ও ক্যাটরিনা। কিন্তু রিয়েল লাইফের পুরনো বান্ধবীর সঙ্গেও রিল লাইফে ঘনিষ্ঠ হতে চান না সালমান খান।

একটি ইংরাজি সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েলে নাকি নায়ক-নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য ছিল। কিন্তু সে দৃশ্য করতে আপত্তি জানিয়েছেন স্বয়ং সালমান খান। ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানাচ্ছেন, সবাই ভেবেছিল, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমন নিশ্চয়ই তাঁর ‘নো-কিস’ ট্র্যাডিশনকে দূরে সরিয়ে রাখবেন। এত বছর পর ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধে নিশ্চয়ই নিজেকে অন্যভাবে মেলে ধরবেন। তাছাড়া ওই ঘনিষ্ঠ দৃশ্যটি ছবির স্বার্থেও গুরুত্বপূর্ণ ছিল। তাই রুপোলি পর্দায় সলমান-ক্যাটকে প্রথমবার অন্যভাবে পাওয়া যাবে বলেই আশা করা হয়েছিল। কিন্তু সালমান শোনামাত্রই বেঁকে বসেন। জানিয়ে দেন, তাঁর ছবি ভক্তরা সপরিবারে দেখেন। তাই এমন কোনও দৃশ্যে অভিনয় করতে চান না তিনি, যাতে সিনেমা হলে কাউকে অস্বস্তিতে পড়তে হয়। পরিচালক আলি আব্বাস সালমানকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করেও কোনও লাভ হয়নি। দৃশ্যটি শেষমেশ বাদই দিতে হয়।

অনস্ক্রিন চুম্বন ছাড়াই নিজেকে রোম্যান্টিক হিরো হিসেবে তুলে ধরেছেন এ যাবৎকাল। তাতে যে দর্শকদের মন জয় করতে কোনও অসুবিধা হয়নি, তার প্রমাণ বক্স অফিসের রেকর্ডের সংখ্যাই। তাই শাহরুখ, অজয়দের পথে না হেঁটে আগামী ছবিতেও নিজের সেই ট্র্যাডিশনই ধরে রাখছেন সালমান খান।

সজিব/আনিস

  • সর্বশেষ
  • জনপ্রিয়