শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:২৫ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর অরুণাচল সফর নিয়ে চীনের আপত্তি ওড়ালেন সেনাপ্রধান

অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে: প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সাম্প্রতিক অরুণাচল প্রদেশ সফর ঘিরে চীনের সমালোচনাকে খারিজ করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

তিনি জানান, দেশটির যে প্রান্তে সেনা মোতায়েন রয়েছে, সেখানেই যান প্রতিরক্ষামন্ত্রী।

শনিবার ও রোববার, চীন-সীমান্ত লাগোয়া অরুণাচল প্রদেশের আনজো জেলা পরিরদর্শনে যান নির্মলা। সেখানে তিনি সামরিক বাহিনীর প্রস্তুতির হাল-হকিকৎ খতিয়ে দেখেন। একইসঙ্গে সেখানে দুর্গম এলাকায় মোতায়েন জওয়ানদের সঙ্গে কথাও বলেন।

নির্মলার এই সফরের সমালোচনা করে চীন। বেইজিংয়ের মতে, বিতর্কিত এলাকায় তাঁর এই পরিদর্শন শান্তির পক্ষে ইতিবাচক নয়। চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং বলেন, এ ধরনের সফরের আগে চীনের অবস্থানের বিষয়টি মাথায় রাখা উচিত ভারতের।

এর জবাবে সেনাপ্রধান বলেন, প্রতিরক্ষামন্ত্রী ফরোয়ার্ড এরিয়াতে গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করে থাকেন। তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন। এতে বাহিনীর মনোবল বাড়ে। তিনি যোগ করেন, দেশের যে প্রান্তেই ভারতীয় ফৌজ মোতায়েন রয়েছে, সেখানেই পরিদর্শনে যান প্রতিরক্ষামন্ত্রী। দিনের শেষে প্রতিরক্ষামন্ত্রকই আমাদের (সেনাকে) সহায়তা প্রদান করে আসছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন। সেই দাবি ভারত প্রতিবারই নস্যাৎ করে দিয়েছে।

আনিস/

  • সর্বশেষ
  • জনপ্রিয়