শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৬:৫৩ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে আইডিইবির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরব উজ্জল ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

প্রধান অতিথি বলেন, টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে জাতীয় সামষ্টিক দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই উল্লেখ করে বলেন, মানবসম্পদদের গুনগত মান ও সক্ষমতা ওপরই দেশ এবং এর প্রতিষ্ঠান গুলো প্রকৃত শক্তি-সামর্থ্য নির্ভর করে। শিক্ষা মানুষের মধ্যে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ তৈরি করে। যা ভবিষ্যতের উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারে।

৮ নভেম্বর বুধবার দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ আইডিইবি জেলা শাখার নিজস্ব কার্যালয় হতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখা আয়োজনে বর্নাঢ্য র‌্যালির পুর্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম এসব কথা বলেন।

সকাল ১০ র‌্যালি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। এবারে আইডিইবির প্রতিপাদ্য বিষয় ছিল “টেকসই উন্নয়ন লক্ষ্য অজর্নে দক্ষতা”।

আইডিইবি জেলা শাখার নির্বাহী কমিটির সভাপতি মো. আকরাম আলী মিয়ার সভাপতিত্বে ও সহ সভাপতি মো. শহিদুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোসলিম উদ্দীন, আইডিইবি জেলা শাখার নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মো. আব্দুল আউয়াল, এলজিআরডির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, আইডিইবির কাউন্সিলর মো. মতিউর রহমান মতি, আইডিইবি জেলা শাখার প্রচার সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ সুমন, আইসিটি ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. মাঈনুল ইসলাম, আইডিইবি মহিলা ও পরিবার কল্যান সমিতির সভাপতি নুর ছাবা, সাধারন সম্পাদক রুনা লায়লা, আইডিইবি নেতা মো. লুৎফুল হুদা, মো. আমজাদ হোসেন, মিজানুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়