শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৬:৩২ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোহাম্মদ আবদুল কুদ্দুছ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি পুনর্বাসন ২০১৭-১৮ রবি ও পরবর্তী খরিপ-১ মৌসুমে প্রনোদনা সহায়তার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয়ের সামনে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির বীজ ও সার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল হকের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এনকে আলমগীর বাদশা। উপজেলার ৮টি ইউনিয়নের ৬শত ৩৫ জন কৃষকের মাঝে ৬শত ৩৫ বিগা জমির জন্য বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়।

এরমধ্যে গম ফসলের জন্য ২শত ২৫ জনের প্রত্যেক চাষীকে ২০ কেজি গম বীজ, ২০ কেজি ডিএমপি সার এবং ১০ কেজি এমওপি সার সহায়তা হিসেবে, সরিষা ফসলের জন্য ২শ জন চাষী প্রত্যেক চাষী ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা হিসাবে, বিটি বেগুন ফসলের জন্য ১০ জন চাষীর প্রত্যেক চাষীকে ০.০২০ কেজি বিটি বেগুন বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার সহায়তা হিসাবে, ভূট্টা ফসলের জন্য ১শ জন চাষীর প্রত্যেক চাষীকে ২ কেজি ভূট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা হিসাবে পাবেন। গ্রীষ্মকালীণ মুগ ফসলের জন্য ৫০ জন চাষীর প্রত্যেক চাষীকে ৫ কেজি মুগ বীজ এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। গ্রীষ্মকালীণ তিল ফসলের জন্য ৫০ জন চাষীর প্রত্যেক চাষীকে ১ কেজি তিল বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইসমাইল হোসেন, উপসহকারী কৃষি অফিসার যথাক্রমে মো. আবদুস সাত্তার, মো. হোসেন মিয়া, মো. আলেক হোসেন, তফাজ্জল হোসেন, দিদারুল ইসলামসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়