শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৪:২৭ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাপুরে ১ কেজি কোকেনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. সানোয়ার হোসেন,  (মির্জাপুর) টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ০১কেজি কুকেনসহ(বিদেশী মাদক) হাতেনাতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার কোদালিয়া ফেরিঘাট সংলগ্ন মেঘার বাড়ি থেকে স্বপন মৃধা কে (৩১) গ্রেফতার করা হয়। স্বপন মৃধা উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের মৃতঃ মো. তারা মিয়ার ছেলে।

এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় মির্জাপুর থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে (মির্জাপুর সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন সাংবাদিকদের গ্রেফতারকৃত আসামীর সকল তথ্য জানান। মাদকব্যবসায়ী স্বপন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিলো।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহাদাৎ হোসেন জানান, আমরা কিছুদিন আগে গোপন সংবাদ পাই যে, লতিফপুর ইউনিয়নের কোদালিয়া এলাকায় এক কেজি কুকেন রয়েছে।

সংবাদের ভিত্তিতে আমরা কাজ শুরু করি, কাজ শুরু করে আমরা আমাদের নিজস্ব কিছু কৌশল অবলম্বন করি এবং একটা গ্রুপকে ব্যবসায়ী সাজাই এবং ব্যবসায়ী সাজিয়ে ঐ গ্রুপটার মাধ্যমে তাদের কাছ থেকে ঐ কুকেনের প্যাকেটটা কেনার জন্য আমরা তাদের একটা নির্দিষ্ট জায়গায় পাঠাই।

আমরা সাজানো ব্যবসায়ীদের পাঠানোর পর আমরাও পেছন পেছন যেতে থাকি এক পর্যায়ে মাদক ক্রয় বিক্রয় করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় স্বপনকে। এ মাদক ব্যবসায়ের সাথে বড় কোনো চক্র কাজ করছে বলে ধারণা পুলিশের, সে বিষয়টিও ক্ষতিয়ে দেখা হবে বলে উল্লেখ করা হয়।

উদ্ধার হওয়া মাদকদ্রব্য কুকেনের আনুমানিক মূল্য দুই থেকে আড়াই কোটি টাকা হতে পারে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক, ইন্সপেক্টর (তদন্ত) এস.এম তুহিন আলীসহ কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়