শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৩:২৬ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিনল্যান্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এমরান খান, হেলসিংকি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা ৭ নভেম্বর মঙ্গলবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে।

দিবসটি উদযাপন উপলক্ষে এসপো স্পাইস গার্ডেন রেস্তোরাঁ এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফিনল্যান্ড বিএনপি’র জেষ্ঠ নেতা জামান সরকারের সভাপতিত্বে ও মবিন মোহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মোকলেসুর রহমান চপল, বদরুম মনির ফেরদৌস, এজাজুল হক ভূঁইয়া রুবেল, গাজী সামসুল আলম, প্রদীপ কুমার সাহা, সাহিন মোহাম্মদ, মোস্তাক সরকার, মিজানুর রহমান মিঠু, আলাউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ, সাজ্জাদ মুন্না প্রমুখ।

দিবসটির তাৎপর্যের উপর বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আজকের এই দিন সকল নেতা-কর্মীদের উজ্জীবিত হওয়ার দিন।

১৯৭৫ সালের এইদিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সব ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা তাই জাতীয় জীবনে প্রেরণার উৎস। ওই দিন সৈনিক-জনতা বন্দীদশা থেকে মুক্ত করেন তাদের প্রিয় সেনাপতি জিয়াউর রহমানকে।

ভোট বিহীন অবৈধভাবে ক্ষমতায় এসে আওয়ামীলীগ যতই মিথ্যা মামলা-হামলা করুক জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ আরও বলেন, দেশ যখন অপশাসনে নিপতিত হয়, তখন গণতন্ত্র, স্বাধীনতাযুদ্ধের মূল্যবোধ-অঙ্গীকার হুমকির সম্মুখীন হয়। বাংলাদেশে এখন একটি বিনা ভোটের সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত। তারা দমন-নিপীড়নের মধ্য দিয়ে জনগণের কণ্ঠরোধ করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুই ক্ষমতায় থাকতে বিভোর হয়ে উঠেছে। এই দুঃশাসনের অবসান হওয়া জরুরি।

জনগণ যদি অবাধে ভোট দেওয়ার অধিকারটুকু ফিরে পায়, তাহলেই তারা স্বৈরাচারী শাসনের বিপক্ষে তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবে। এজন্য ৭ নভেম্বরের চেতনায় দেশের সব জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নাজমুল হাসান লিটন, সবুজ খান, মনিরুল ইসলাম, আজহার খান, আরিফুজ্জামান বাবু, আবুল কালাম আজাদ, মীর সেলিম, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, সোলেমান মো. জুয়েল, সাইফুর রহমান সাইফ, সাগর, রনি, আলম রবিউল হিমু, মামুন হোসেন, মাসুদ রানা হানিফ, বালু, শিপন, সুকান্ত, মুকুল হোসেন, রাসেল খান, জুয়েল, এমরান হোসেন খান, ফাহমিদ-উস-সালেহীন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়