শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:০৩ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে আমাদের পাশে কেউ নেই (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ: জাতিসংঘের শান্তি রক্ষা কমিটিতে আবারও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় এই রোহিঙ্গা ইস্যু নিয়ে নাটকীয় কোন পরিবর্তন আসবে না। তবে রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় ঘটছে যার কারণে আমরা এটা নিয়ে তেমন কোন মন্তব্যও করতে পারছি না। তবে এই ক্ষেত্রে জড়িত রয়েছে বড় দেশগুলোর স্বার্থ। তো বড় দেশগুলোর যেখানে স্বার্থ থাকে সেখানে তারা অনেক ভেবে চিন্তে কাজ করে। এই ক্ষেত্রে ছোট দেশগুলোর কোন সুবিধা বা অসুবিধা কিছুই দেখার কথা তারা ভাবে না।

মঙ্গলবার রাত্রে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাংবাদিক, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী।

তিনি আরো বলেন, বাংলাদেশ যে পদ্ধতি এগুচ্ছে সেটা নতুন কোন পদ্ধতি নয়। তবে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে আমাদের পাশে দাঁড়ানোর মত কেউ নেই। যেহেতু অনেক বড় একটা সংখ্যার লোক আমাদের দেশে এসে গেছে সুতরাং এটা এখন আমাদের সমস্যা। তবে এর থেকেও বড় সমস্যা হচ্ছে এই ইস্যুকে কেন্দ্র করে আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। আমাদের পক্ষে কিছুটা কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যে কারণেই হোক আমরা এই বিষযে তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে চাচ্ছি না।

আফসান চৌধুরী আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর যে রাষ্ট্রগুলো আছে আমরা মিয়ানমারের বিষয়ে তাদেরকে যত কথাই বলি না কেন তারা কিন্তু মিয়ানমারের বিষয়ে মিয়ানমারকে কিছু বলছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়