শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৬:২২ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টুয়েন্টি সিরিজও জিতল ভারত

ডেস্ক রিপোর্ট : মাত্র ৮ ওভারের খেলা। একটি উইকেটের পতন মানে একটি বল নষ্ট। ভারতের সেই হিসেবে ৫ বল নষ্ট হলো। অষ্টম ওভারের আগেই এই উইকেট পতনের দায়ে নিউজিল্যান্ডের নেই এক ওভার। মানে ৬ উইকেট পড়েছে। তবু শেষ ওভারে ১৯ রান। অসম্ভব নয়। ৬৮ রানের টার্গেটে ছোটা নিউজিল্যান্ডের অবশ্য দোষটা নিজেদের ওপরই নিতে হবে। খুব নাগালে পেয়ে ওয়ানডে সিরিজে ভারতকে দেশের মাটিতে হারাতে পারেনি। এবার টি-টুয়েন্টিতেও শেষ আঘাত করতে না পারার ব্যর্থতায় পুড়লো তারা। ২-১ এ ৩ ম্যাচের সিরিজটা জিতে উৎসবে মাতল বিরাট কোহলির দলই।
.
মঙ্গলবার থিরুভানানথাপুরামের গ্রিনফিল্ড স্টেডিয়ামে শেষ ম্যাচটির বেশিরভাগ খেয়ে ফেললো বৃষ্টি। বাংলাদেশ সময় রাত দশটায় শুরু খেলাটা নেমে আসে ৮ ওভারে, প্রত্যেক দলের জন্য। সেই ৮ ওভারে ৫ উইকেটে ৬৭ রান তোলে ভারত। শুরু থেকে শেষ পর্যন্ত স্বল্পদৈর্ঘ্যের খেলাটা স্নায়ু ক্ষয় করে দিয়ে যায়। কিউইরা তাতেই পথ হারায়। নির্ধারিত ৮ ওভারে ৬১ রানে থামতে হয় আক্ষেপ নিয়ে। মাত্র ৬ রানে হারার আক্ষেপ।
২০১৫ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ভারত দল দেশের মাটিতে কোনো সিরিজ হারেনি। নিউজিল্যান্ড দুই সিরিজেই হারের কাছে নিয়ে গিয়েছিল দলটিকে। শেষ রক্ষা অবশ্য দুইবারই করতে পেরেছে কোহলির দল।
পেসার জাসপ্রিত বুমরাহ ও স্পিনার যুজবেন্দ্র চাহালের ২টি করে ৪টি ওভার আসলে নিউজিল্যান্ডকে জিততে দিল না। বুমরাহ ৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আর চাহালের ১ উইকেট ৮ রান দিয়ে। এমন ম্যাচে এরকম টাইট বোলিং!
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বুঝি শুরু থেকেই চাপটা নিজেদের ওপর টেনে নেয়। তাতে ওভারে ওভারে উইকেট হারাতে থাকে তারা। যথাক্রমে তাদের ব্যাটসম্যানদের রান এমন- মার্টিন গাপটিল ১, কলিন মুনরো ৭, কেন উইলিয়ামসন ৮, গ্লেন ফিলিপস (১১), কলিন ডি গ্র্যান্ডহোম (১০*), হেনরি নিকোলস (২), টম ব্রুস (৪) ও মিচেল স্যান্টনার (৩*)।

 

এর আগে টস হারে ভারত। মারমার কাটকাট ব্যাটিংয়ের তাড়াতেই কি না ইনফর্ম দুই ওপেনার রোহিত শর্মা (৮) ও শিখর ধাওয়ান (৬) তৃতীয় ওভারেই আউট। পরপর দুই বলে এই দুজনকে তুলে নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন টিম সাউদি। হয়নি।
এই ম্যাচে মেরে খেলার বিকল্প নেই। তাই করেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু তিনিও ৬ বলে ১৩ রান করে ইশ সোধির শিকার হয়ে ফেরেন। হার্দিক পান্ডিয়াকে আগে পাঠানো হয়নি। কিউই বোলাররাও মাথা কাজে লাগিয়ে চমৎকার বল করে যাচ্ছিলেন এই স্বল্পদৈর্ঘ্যের খেলায়। কোহলিকে আউট করার পরের ওভারে স্রেয়াশ আয়ারও (৬) সোধির শিকার।
৬ নম্বরে নামানো হয় হিটার হার্দিক পান্ডিয়াকে। মনিশ পান্ডে ৫ এ নেমেছেন। জুটি গড়ার তো আর সুযোগ ছিল না এই ম্যাচে। মনিশ দলগত সর্বোচ্চ ১৭ রান করলেন ১১ বলে। আর হার্দিক পান্ডিয়া ১০ বলে ১৪ রান করলেন। এমএস ধোনি ব্যাটিংয়ে নামলেও বল খেলার সুযোগ পাননি। পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়