শিরোনাম

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৫:১৩ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্দেহজনক সাদা পাউডারে খালি করা হলো স্কটল্যান্ডের পার্লামেন্ট

মাহাদী আহমেদ : স্কটল্যান্ডের পার্লামেন্টে মঙ্গলবার সন্দেহজনক সাদা পাউডার পাওয়া যাওয়ার কারনে জরুরী ভিত্তিতে তা খালি করে দেওয়া হয়েছে বলে দেশটির পুলিশ সংস্থা জানিয়েছে।

এক সংবাদ বিবৃতিতে দেশটির পুলিশ সংস্থার পক্ষ থেকে বলা হয়, পার্লামেন্ট ভবনে একটি সোর্স দায়িত্ব পালনরত অবস্থায় পার্লামেন্টের কনজারভেটিভ দলের একজন আইনপ্রনেতা একটি খাম প্রেরন করেন যার মধ্যে বেশ কিছু সাদা পাউডার রাখা ছিলো।

এই ঘটনার কিছু পরেই নিরাপত্তা বাহিনীর ভিন্ন একটি সোর্স আরও ৩টি খাম খুজে পায় যার একটির মধ্যে সাদা পাউডার খুজে পাওয়া গেছে।
নিরাপত্তা বাহিনীর সোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্লামেন্টের কন্জারভেটিভ দলের ৩ জন সদেস্যের নামে চিঠিগুলো এসেছে। তারা হলেন - জেমি হ্যালক্রো জনস্টোন, লিজ স্মিথ ও এডওয়ার্ড মাউন্টেন।

পুলিশ জানিয়েছে, তারা সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে পার্লমেন্ট ভবন খালি করে দিয়েছে। এছাড়াও উদ্ধারকৃত সাদা পাউডার নিয়ে তারা পরীক্ষা করে দেখছে।

পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে পার্লামেন্ট ভবণের আশেপাশে গাড়ি চলাচল ব্যবস্থা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়