শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৩:১২ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

এম.রহমান ফারুক, সিলেট: সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালাউরা পয়েন্টে ইউনুছ মিয়া মার্কেটের ১০টি দোকান ও কলোনীর ৭টি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। মার্কেটে সোহাগ মিয়ার একটি পার্টস এর দোকান, রাসেল মিয়ার মোবাইল ও কম্পিউটারের ২টি দোকান, আব্দুল মান্নানের পান শুপারীর দোকান, শামীম মিয়ার ৩টি গুদাম, দিলোয়ার হোসেনের হোটেলের গুদাম, ফ্যামেলীর ব্যবহৃত অন্য ২টি দোকানসহ মোট ১০ টি দোকান পুড়েছে এবং একই মার্কেটের বিপরীত দিকে বসবাসরত কলোনীর ৭টি ঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে দগ্ধ হয়েছে।

ঘটনার খবর ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিস পৌছানোর আগেই এলাকাবাসী আগুন নিভাতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন পুরোপুরিভাবে নিভেছে কি না তা পরীক্ষা করে দেখে।

একই এলাকার বাসিন্দা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান বেলাল, স্থানীয় ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ সরকার, সমাজসেবী মহব্বত আলী ও জাবেদ আহমদ জানান, এই অগ্নিকান্ডের ঘটনাটি রাতে হলে ক্ষয়ক্ষতির পরিমান আরও বৃদ্ধি পেতো আগুনের লেলিহান শিখা পুরো এলাকাতে ছড়িয়ে পড়তো এবং ঘুমন্ত বৃদ্ধ-শিশুসহ কলোনীতে বসবাসরত মানুষ ও হয়তো মারা যেতো, এলাকাবাসীর সহযোগিতায় আল্লাহর মেহরবানীতে এলাকাবাসী বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়