শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৭, ১১:৫০ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৭, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিটাগংকে হারিয়ে জয়ে ফিরল কুমিল্লা

এল আর বাদল : বিপিএলের নিজস্ব প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চার উইকেটে হার মেনেছিলো সিলেটের কাছে। দ্বিতীয় ম্যাচে উতরে গেলো দলটি। শক্তিশালী চিটাগং ভাইকিংস পাত্তাই পেলো না কুমিল্লার কাছে। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ের নান্দনিকতায় ৮ উইকেটের বিশাল ব্যবধানে চিটাগংকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
একদিন বিরতির পর মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় তামিম ইকবালবিহীন কুমিল্লা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে চিটাগং। জবাবে ৮ উইকেট এবং ১৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কুমিল্লা। ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয় কুমিল্লার। দুই ওপেনার লিটন দাস এবং জস বাটলার মিলে স্কোরবোর্ডে ৪৩ রান যোগ করেন। ব্যক্তিগত ২৩ রান করে লিটন আউট হলে ক্রিজে নামেন ইমরুল কায়েস। বাটলারকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরিয়ে যান তিনি।
দলীয় ১০০ রানের মাথায় বাটলার ফিরে যান সাজঘরে। আউট হওয়ার আগে ৪২ বলে ৩ চার ২ ছয়ে ৪৮ রান করেছেন এই ইংলিশম্যান। কুমিল্লার পক্ষে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
দুই উইকেট হারানোর পর চার নম্বরে ব্যাট করতে আসা মারলন স্যামুয়েলস খেলেন ১৮ বলে ৪ বাউন্ডারী আর ১ ছক্কায় ৩৫ রানের ঝড়ো ইনিংস। তাছাড়া ইমরুলের অপরাজিত ৩৩ রান কুমিল্লার জয়ে অবদান রাখে। নবীবাহিনীর দুটি উইকেট শিকার করেছেন শুভাশিস রায়।
এর আগে চিটাগংয়ের হয়ে লুক রনকি ২১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে। এছাড়া দিলশান মুনাবেরা ২২ বলে করেন ২১ রান। আর সিকান্দার রাজা ১৩ বলে করেন অপরাজিত ১৮ রান।বল হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ পেসার সাইফুদ্দিন একাই ৩টি উইকেট নিয়েছেন। ডোয়াইন ব্রাভো নিয়েছেন ২টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়