শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৭, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৭, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিনের অ্যাশেজ শেষ

স্পোর্টস ডেস্ক: হাঁটুর চোটে অ্যাশেজ স্বপ্ন শেষ হয়ে গেল স্টিভেন ফিনের। মর্যাদার এ সিরিজকে সামনে রেখেই অস্ট্রেলিয়ার পার্থে অবস্থানরত দলের সঙ্গে নেট অনুশীলন করছিলেন ইংলিশ এ পেসার। সেখানে বাঁ হাঁটুতে আঘাত পেয়েছেন, যে আঘাত পুরো সিরিজ থেকেই ছিটকে দিয়েছে তাকে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইংল্যান্ডে ফিরিয়ে নেয়া হবে ফিনকে। দেশে ফিরে হাঁটু স্পেশালিস্টকে সার্বিক অবস্থা দেখাবেন এ পেসার। চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন, অস্ত্রোপচারের দরকার হবে কি-না।
এদিকে, ফিন ছিটকে পড়ায় অ্যাশেজে তার স্থলাভিষিক্ত হিসেবে একজন যাবেন অস্ট্রেলিয়ায়। সুযোগ পেতে পারেন টম কুরান, টম হেম এবং লিয়াম প্লাংকেটের মধ্যে যে কোনো একজন। এদের মধ্যে হেম আর কুরান এখনও টেস্ট আঙিনায় পা-ই রাখেননি। মার্ক উডও এ বিবেচনায় আসতেন, তবে তিনি এখনও পুরোপুরি ফিট নন।
অ্যাশেজটা ফিনের জন্য বরাবরই দুর্ভাগ্যের এক সফর। ২০১৩-১৪ মৌসুমে দলে নির্বাচিত না হওয়ায় অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরতে হয় এই পেসারকে। এর আগে ২০১০-১১ মৌসুমেও সিরিজের মাঝপথে দল থেকে বাদ পড়তে হয় তাকে। আসন্ন সিরিজে তার স্বপ্ন পূরণের সুযোগ ছিল। এবার তার সামনে বাধা হয়ে দাঁড়াল বেরসিক চোট।
আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে অ্যাশেজ সিরিজ। সিরিজ শুরুর আগেই নানা ঝামেলায় ইংলিশরা। নাইটক্লাব কান্ডে অলরাউন্ডার বেন স্টোকস ছিটকে পড়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েই দলে এসেছিলেন ফিন। আরেক অলরাউন্ডার মঈন আলীরও চোট শংকা রয়েছে। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়